loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ট্রাম্পের উপসহকারী লিসা আসছেন শুক্রবার


ট্রাম্পের উপসহকারী লিসা আসছেন শুক্রবার

শুক্রবার (২ মার্চ) তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর লিসা কার্টিস। এ-সফরে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য কক্সবাজার যাবেন তিনি। এছাড়া পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে আলোচনা করবেন লিসা কার্টিস। এ ছাড়া রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে দেখতে শনিবার কক্সবাজার যাবেন তিনি। 

লিসা কার্টিসের ঢাকা সফরে রোহিঙ্গা সমস্যার বিষয়ে দুই দেশের সহযোগিতার প্রসঙ্গটি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এছাড়া, দুই দেশের মধ্যে সন্ত্রাস ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানো, ট্রাম্প প্রশাসনের পরিকল্পিত ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলে’ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব পাবে।

রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া লিসা কার্টিস প্রেসিডেন্টের উপসহকারীর পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালকের দায়িত্ব পালন করছেন। তাই তাঁর সংক্ষিপ্ত ঢাকা সফরের সময় দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন মার্কিন প্রশাসন কী ভাবছে, সে সম্পর্কে ধারণা পাবেন বাংলাদেশের কর্মকর্তারা।

Loading...