loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

চুয়েটে প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের সংবর্ধনা


চুয়েটে প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের সংবর্ধনা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রদত্ত ২০১৫ ও ২০১৬ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাবেক পাঁচ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে চুয়েটের পক্ষ থেকে স্বর্ণপদকপ্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

সংবর্ধনাপ্রাপ্তরা হলেন - নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জনাব মোঃ শাহ জালাল মিশুক, পুরকৌশল বিভাগে জনাব অপু চন্দ্র দেবনাথ, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের জনাব জিতু প্রকাশ ধর, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের জনাব ইসতিয়াক মোহাম্মদ খান এবং স্থাপত্য বিভাগের জনাবা সারাহ্ বিনতে হক। উল্লেখ্য, স্বর্ণপদকপ্রাপ্তরা সবাই কৃতিত্বের সাথে চুয়েট থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে স্ব-স্ব বিভাগে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, পুরকৌশল অনুষদের অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া,তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের অধ্যাপক ড. কৌশিক দেব, যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দীন আহম্মদ, পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান অধ্যাপক ড. আসিফুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী প্রমুখ।

এ সময় চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, এ অর্জন চুয়েট পরিবারকে গৌরবান্বিত করেছে। বর্তমান শিক্ষার্থীরা এর মাধ্যমে অনুপ্রাণিত হবে। ভবিষ্যতেও সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে চুয়েট প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে।

গত ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে ২০১৫ ও ২০১৬ সালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে অনুষদ ভিত্তিক সর্বোচ্চ নম্বর/সিজিপিএ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বর্ণপদক প্রদান করেন।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...