loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

হজ ফ্লাইট শুরু ১৪ জুলাই


হজ ফ্লাইট শুরু ১৪ জুলাই

বাংলাদেশ থেকে চলতি বছর পবিত্র হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। এদিকে, বৃহস্পতিবার (১ মার্চ) উদ্বোধন হওয়া নিবন্ধন কার্যক্রম চলবে ১১ মার্চ পর্যন্ত। হজ এজেন্সি যারা ভালোমানের সেবা দেবে, এবার তাদের পুরস্কৃত করবে সরকার। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে সরকারি ব্যবস্থাপনায় এ-বছর হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিতদের মূল নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনের পর এসব তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। এবার ৭৭৪টি হজ এজেন্সি কাজের সুযোগ পাবে জানিয়ে মন্ত্রী জানান, ২০১৭ সালে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সিগুলোর মধ্যে অনিয়মের অভিযোগে ১৯৩টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারও কেউ অনিয়ম করলে একই পরিণত হবে বলে জানিয়েছেন সচিব। তবে যারা ভালো সেবা দেবে তাদের পুরস্কৃত করবো জানিয়ে সচিব বলেন, তাদের সনদ, ইনসেনটিভ দেওয়ার মধ্য দিয়ে পৃরস্কৃত করা হবে।

গত ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় হজ প্যাকেজ ২০১৮ অনুমোদন দেওয়া হয়েছে। এবার সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় হজে যেতে ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা লাগবে। যা গত বছর ছিল ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা। আর প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা খরচ হবে, যা গত বছর ছিল ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন ১ লাখ ৬৮ হাজার ২৭৭ টাকা খরচ হবে। যা গত বছর ছিল এক লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা।

Loading...