loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তায় শীর্ষে ইউটিউব


যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তায় শীর্ষে ইউটিউব

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিনই জনপ্রিয়তায় একটু একটু করে এগোচ্ছে বিনামূল্যের ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব। এক জরিপে দেখা গেছে, দেশটিতে জনপ্রিয়তা শীর্ষে উঠে এসেছে ইউটিউব। যেখানে প্রাপ্তবয়স্কদের ৭৩ শতাংশ এবং ১৮-২৪ বছর বয়সীদের ৯৪ শতাংশই ইউটিউব ব্যবহারকারী।  সম্প্রতি প্রযুক্তি সাইট ভার্জ-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে কলেজ পড়ুয়া প্রায় সবাই ইউটিউবে ভিডিও দেখেন।

২০১৬ সালের তুলনায় সংখ্যাটা সাত শতাংশ বেড়েছে বলে উল্লেখ করা জরিপে আরও জানা যায়, তরুণ বিশেষ করে ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট আর টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলো আরও জনপ্রিয় হয়ে উঠছে। সামাজিক মাধ্যমের ক্ষেত্রে শীর্ষস্থানটা আগের মতোই নিজেদের দখলে রেখে দিয়েছে বিশ্বের সবচেতে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক, তবে তা ৬৫ বা তার চেয়ে বেশি বয়স্কদের ক্ষেত্রে নয়। যুক্তরাষ্ট্রে প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৬৮ শতাংশ ফেইসবুক ব্যবহার করেন, যা ২০১৬ সালের তুলনায় অপরিবর্তিত। দৈনিক ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ২০১৬ সালের ৭৬ শতাংশ থেকে ২০১৭ সালে হয়েছে ৭৪ শতাংশ।

Loading...