loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

৭ মার্চ বড় গণজমায়েত করবে আওয়ামী লীগ


৭ মার্চ বড় গণজমায়েত করবে আওয়ামী লীগ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীতে বড় গণজমায়েতের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ। অনুষ্ঠিতব্য জনসভাকে আগামী জাতীয় নির্বাচনের শোডাউনে পরিণত করতে ইতোমধ্যেই সর্বশক্তি নিয়োগ করেছে দলটি। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্বে ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। গত বছরের অক্টোবরে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা - ইউনেসকো বঙ্গবন্ধুর এই ভাষণকে বিশ্ব ঐহিত্যের স্বীকৃতি দেয়। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে মুক্তিযু্দ্ধের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে বাঙালি জাতি। বঙ্গবন্ধু তাঁর ভাষণে মুক্তিকামী মানুষকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। সেই ভাষণই ছিলো স্বাধীনতার ঘোষণা।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দিবসটিতে প্রতি বছরই রাজধানীতে জনসভা করে আওয়ামী লীগ। তবে এ-বছর ৭ মার্চকে একটু ব্যতিক্রম হিসেবে দেখছে ক্ষমতাসীন দল। ইউনেসকোর স্বীকৃতির পর প্রথমবারের মতো এই দিবস উদযাপিত হতে যাচ্ছে। তাই  ইউনেসকোর স্বীকৃতিকে প্রাধান্য দিয়ে এবছর ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বড় ধরনের জনসভার কর্মসূচি নিয়েছে দলটি।

সম্প্রতি দুর্নীতি মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি’র প্রধান বেগম খালেদা জিয়ার শাস্তি ও এর পরবর্তী সময়ে বিএনপি’র ‘‘আন্দোলন’’সহ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলের নেতাকর্মীদের মাঠে রাখতে চায় আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে ৭ মার্চে ঢাকায় বৃহত্তর জনসমাবেশ ঘটানোর প্রস্তুতি চলছে। ঢাকার পাশাপাশি জেলা, উপজেলা পর্যায়েও জনসভা, সমাবেশের কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠন এবং দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের জনসভা সফল করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকায় যেন স্মরণকালের বৃহৎ জনসমাগম ঘটানো যায় সেই ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সকল পর্যায়ের নেতাদের। নির্দেশনা অনুযায়ী কাজ করছেন নেতারা। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণে থানা, ওয়ার্ড ও মহানগরের অন্তর্গত ইউনিয়নে কর্মীসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা।

Loading...