loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

সেরা পার্শ্ব অভিনেত্রী অ্যালিসন জেনি


সেরা পার্শ্ব অভিনেত্রী অ্যালিসন জেনি

জীবনে প্রথম অস্কার জয় করলেন ৫৮ বছর বয়সী মার্কিন অভিনেত্রী অ্যালিসন জেনি। ‘আই, টনিয়া’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য অস্কারের সোনালি মূর্তি উঠলো তাঁর হাতে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯০তম আসরে পুরস্কারটি তুলে দেন গতবারের সেরা পার্শ্ব-অভিনেতা মাহেরশালা আলি।

সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলেন মেরি জে. ব্লিজ (মাডবাউন্ড), লেসলি ম্যানভিল (ফ্যান্টম থ্রেড), লরি মেটকাফ (লেডি বার্ড), অক্টাভিয়া স্পেন্সার (দ্য শেপ অব ওয়াটার)। যাহোক, ক্রেগ গিলেস্পি পরিচালিত ‘আই, টনিয়া’য় স্কেটিং চ্যাম্পিয়ন টনিয়া হার্ডিংয়ের কঠোর মায়ের চরিত্রে দারুণ অভিনয় করে অ্যালিসন জেনি-ই শেষ হাসি হাসলেন।

এর আগে ‘আই, টনিয়া’র জন্য অ্যালিসন জেনি পেয়েছেন গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, বাফটা, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড ও ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডস। তাই পার্শ্ব-অভিনেত্রী বিভাগে তিনিই ছিলেন ফেভারিট।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সোমবার (৫ মার্চ) সকাল সাড়ে ৭টায় শুরু হয় জাঁকজমকপূর্ণ ৯০তম অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে।

Loading...