loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

অস্কারে সেরা ছবি ‘দ্য শেপ অফ ওয়াটার’


অস্কারে সেরা ছবি ‘দ্য শেপ অফ ওয়াটার’

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) ৯০তম আসরে সেরা ছবির পুরস্কার জিতলো গুইলারমো দেল তোরো পরিচালিত ‘দ্য শেপ অফ ওয়াটার’। এবার অস্কার দৌড়ে সর্বাধিক ১৩টি মনোনয়ন নিয়ে এগিয়ে ছিলো ছবিটি। অ্যান্ড দি অস্কার গোজ টু... ‘দ্য শেপ অব ওয়াটার’! সেরা ছবির নামটি এভাবেই ঘোষণা করেন ওয়ারেন বিটি ও ফে ডানঅ্যাওয়ে। 

জলজ এক জীবের সঙ্গে এক মানবীর মমতাময় ও অদ্ভুতুড়ে প্রেমের আখ্যান ‘দ্য শেপ অফ ওয়াটার’। গল্পের প্রেক্ষাপট ১৯৬২ সালের দিকের একটি গবেষণাগার। বিচিত্রময় সব বিষয়ের উপরে গবেষণা করা হয় সেখানটায়। গবেষণাগারে কাজ করা এক বাকশক্তিহীন তত্ত্বাবধায়ক প্রেমে পড়েন গবেষণার জন্য আনা অনেকটা রুপকথার জলমানবের মত দেখতে এক অদ্ভুত আকৃতির জলজ প্রাণীর। অ্যামাজনের আদিবাসীরা এই প্রাণীটিকে আবার পূজা করে থাকে।

বাংলাদেশ স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে পাঁচটায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় ৯০তম একাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। চলচ্চিত্র দুনিয়ার সর্ববৃহৎ পুরস্কার 'অস্কার'-এর এবারের আয়োজনে লালগালিচা আলোকিত করেন হলিউডের নামকরা সব অভিনেত্রী-অভিনেতা। পাশাপাশি উজ্জ্বল উপস্থিতি ছিল অন্য অঙ্গনের জনপ্রিয় তারকাদের। এ অনুষ্ঠানে বিশ্বজুড়ে দর্শক উপভোগ করেন বিভিন্ন ফ্যাশন ডিজাইনারের ডিজাইন করা হরেক রকম জুয়েলারি ও সাজ-পোশাক।  

এক নজরে জেনে নেয়া যাক এবারের অস্কার বিজয়ীদের তালিকাঃ
চলচ্চিত্র: দ্য শেপ অফ ওয়াটার
অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
অভিনেতা: গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
পার্শ্ব-অভিনেত্রী: অ্যালিসন জেনি (আই, টনিয়া)
পার্শ্ব-অভিনেতা: স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
পরিচালক: গুইলারমো দেল তোরো (দ্য শেপ অব ওয়াটার)
চিত্রনাট্য (মৌলিক): গেট আউট
চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): কল মি বাই ইউর নেম
বিদেশি ভাষার চলচ্চিত্র: অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান
অ্যানিমেটেড চলচ্চিত্র: কোকো
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: ডিয়ার বাস্কেটবল
প্রামাণ্যচিত্র: ইকারাস
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: হ্যাভেন ইজ অ্যা ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫
চিত্রগ্রহণ: ব্লেড রানার ২০৪৯
রূপ ও চুলসজ্জা: ডার্কেস্ট আওয়ার
মৌলিক সুর: দ্য শেপ অব ওয়াটার
মৌলিক গান: রিমেম্বার মি
সম্পাদনা: ডানকার্ক
শিল্প নির্দেশনা: দ্য শেপ অব ওয়াটার
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য সাইলেন্ট চাইল্ড
শব্দ সম্পাদনা: ডানকার্ক
শব্দমিশ্রণ: ডানকার্ক
ভিজ্যুয়াল ইফেক্টস: ব্লেড রানার ২০৪৯
পোশাক পরিকল্পনা: ফ্যান্টম থ্রেড

Loading...