loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

আট পয়েন্ট ব্যবধানে শীর্ষস্থানেই বার্সা


আট পয়েন্ট ব্যবধানে শীর্ষস্থানেই বার্সা

নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে পরাজিত করে লা লিগায় গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির দুর্দান্ত এক ফ্রি-কিকে বার্সার জয় নিশ্চিত হয়। এই জয়ে লিগ টেবিলে অ্যাটলেটিকোর চেয়ে আট পয়েন্ট এগিয়ে গেল শীর্ষস্থানে থাকা বার্সেলোনা। একইসাথে ২৫তম লিগ শিরোপার পথে আরো এগিয়ে গেল কাতালান জায়ান্টরা।

রোববার (৪ মার্চ) ম্যাচের ২৬ মিনিটে বার্সার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি বাঁ পায়ের ট্রেডমার্ক ফ্রি-কিকে অ্যাটলেটিকোর দেয়ালের উপর দিয়ে বল জালে জড়ান। এটি ছিল মেসির ক্যারিয়ারের ৬০০তম গোল।

ক্যাম্প ন্যুতে ২০১৪ সালে শিরোপা জেতার পরে অ্যাটলেটিকো আর কোন শিরোপা পায়নি। গতকালের ম্যাচে জয়ী হতে পারলে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামিয়ে আনতে পারতো। কিন্তু কোচ দিয়েগো সিমিয়োনের অতিরিক্ত সতর্কতামূলক কৌশলে হিতে বিপরীত হয়েছে।

থমাস পার্টের দুর পাল্লার শট অ্যাটলেটিকোর একমাত্র সুযোগের সৃষ্টি করেছিল। যদিও সিমিয়োনে আক্রমণভাগে দুটি পরিবর্তন করে দল সাজিয়েছিলেন, তবুও বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানের জন্য তাঁরা হুমকি হতে পারেননি। সফরকারীদের পক্ষে কেভিন গামেইরোর গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এর আগে অবশ্য লুইস সুয়ারেজকে থামিয়ে দেন সহকারী রেফারী। বর্ধিত সময়ে সুয়ারেজের আরেকটি সুযোগ ব্যর্থ হলে বড় ব্যবধানে জয় পাওয়া হয়নি বার্সার।

২৭ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৬১ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো দ্বিতীয় ও ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

গত দুই ম্যাচে অ্যাটলেটিকো সেভিয়াকে ৫-২ ও লেগানেসকে ৪-০ গোলে বিধ্বস্ত করে। সব ধরনের প্রতিযোগিতায় টানা আটটি জয় নিয়ে তাঁরা ক্যাম্প ন্যু সফরে যায়। তার উপর বার্সার চেয়ে বিশ্রামও পেয়েছিলো একদিন বেশি। অন্যদিকে অবনমনের ঝুঁকিতে থাকা লাস পালমাসের সাথে বৃহস্পতিবার বার্সা ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে।

দুই দলের কোচ সর্বোচ্চ শক্তি নিয়েই গতকাল মাঠে নেমেছিলো। বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে রেকর্ড চুক্তিতে দলে নেওয়া ফিলিপ কুটিনহোকে প্রথম একাদশে নামিয়েছিলেন। কিন্তু প্রথমার্ধে আঘাত পাওয়ায় অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাকে হারায় বার্সা। তাঁর স্থানে খেলতে নামেন বিতর্কিত আন্দ্রে গোমেজ। প্রত্যাশার চাপে থাকা অ্যাটলেটিকো শুরু থেকেই বার্সেলোনার পুরো দলকে না সামলে শুধুমাত্র মেসিকে আটকানোর চেষ্টায় ব্যস্ত ছিল। যদিও ‘‘ভিনগ্রহের’’ এই তারকার ফ্রি-কিক আটকানোর কৌশল নিয়ে তাঁরা কাজ করেনি। আর তাতেই সফল বার্সা - অতীতে এই ধরনের গোল থেকে যেভাবে বার্সেলোনাকে জয় উপহার দিয়েছেন মেসি, গতকালও এর ব্যতিক্রম হয়নি।

Loading...