loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

কম দামে ম্যাকবুক এয়ার আনবে অ্যাপল


কম দামে ম্যাকবুক এয়ার আনবে অ্যাপল

শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল কম দামের ম্যাকবুক এয়ার বাজারে ছাড়ছে। এ-বছরের দ্বিতীয় প্রান্তিকে সাশ্রয়ী দামের ল্যাপটপ ম্যাকবুক এয়ার পাওয়া যাবে।

২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে বাজারে পাওয়া যাবে অ্যাপলের জনপ্রিয় ল্যাপটপ ম্যাকবুক এয়ারের কম দামি সংস্করণ। ম্যাকবুক এয়ারের চিপার ভার্সন হবে সবচেয়ে কম দামের ম্যাকবুক, জানিয়েছে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

২০০৮ সালে সানফ্রান্সিসকোতে ম্যাকওয়ার্ল্ড এক্সপ্রোতে অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবস ম্যাকবুক এয়ার উন্মুক্ত করেছিলেন। অবশ্য ২০১৫ সালের আগ পর্যন্ত তা হালনাগাদ করা হয়নি। এর বদলে অ্যাপল ১২ ইঞ্চি মাপের ম্যাকবুক ও ম্যাকবুক প্রোর দিকে বেশি গুরুত্ব দিয়েছিলো। নতুন ম্যাকবুক এয়ার ছাড়াও এ-বছর নতুন এয়ারপড ও ৬ দশমিক ১ ইঞ্চি মাপের নতুন আইফোন বাজারে আসতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর এক প্রতিবেদনে বলা হয়, নতুন ম্যাকবুক এয়ার এলে ২০১৫ সালের পর এটিই হবে ডিভাইসটির প্রথম হালনাগাদ। বর্তমানে ১২ ইঞ্চি ম্যাকবুক এবং ম্যাকবুক প্রো-এর দিকেই নজর দিয়েছে অ্যাপল। শিক্ষার্থীদের মধ্যেই বেশি জনপ্রিয় ১৩ ইঞ্চির এই ম্যাকবুক প্রো। বর্তমানে ১.৮ গিগাহার্টজ ডুয়াল-কোর আই৫ প্রসেসরের সঙ্গে ১২৮জিবি স্টোরেজ এবং আট জিবি রেমসহ ম্যাকবুক এয়ার-এর মূল্য ৯৯৯ মার্কিন ডলার।

এর চেয়ে ভালো কনফিগারেশন চাইলে বাড়তি মূল্য দিতে হবে গ্রাহককে। ২০১৭ সালের জুনে সারাবিশ্বের ডেভেলপারদের সম্মেলনে ম্যাকবুক এয়ার-এ কিছুটা দ্রুত গতির প্রসেসর যোগ করে অ্যাপল। কিন্তু ডিভাইসটির রেম আট গিগাবাইটই রেখেছে প্রতিষ্ঠানটি।

Loading...