loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

ব্রিটিশ শীর্ষস্থান হারালেন এন্ডি মারে


ব্রিটিশ শীর্ষস্থান হারালেন এন্ডি মারে

২০০৬ সালের পরে প্রথমবারের মত ব্রিটেনের এক নম্বর অবস্থানটি হারালেন দুইবারের উইম্বলডন বিজয়ী টেনিস খেলোয়াড় এন্ডি মারে। সোমবার (৫ মার্চ) প্রকাশিত এটিপি র‌্যাঙ্কিং অনুযায়ী তাঁর স্থানে উঠে এসেছেন কাইলি এডমুন্ড।

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছানোর পুরস্কার হিসেবে এডমুন্ড বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ২৪তম স্থানে উঠে এসেছেন। এদিকে কোমরের অস্ত্রোপচারের কারণে জানুয়ারি থেকে কোর্টের বাইরে থাকা সাবেক শীর্ষ তারকা মারে আট ধাপ নীচে নেমে ২৯তম স্থানে অবস্থান করছেন।

রোববার মেক্সিকান ওপেনের ফাইনালে কেভিন এন্ডারসনকে ৬-৪, ৬-৪ গেমে পরাজিত করা হুয়ান মার্টিন ডেল পোত্রো এক ধাপ উপরে উঠে অষ্টম স্থানে রয়েছেন। ১০,০৬০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সুইস তারকা রজার ফেদেরার। ৯৪৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাফায়েল নাদাল।

Loading...