loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

বিরল রোগে আক্রান্ত ইরফান খান!


বিরল রোগে আক্রান্ত ইরফান খান!

বেশ কিছুদিন ধরেই শুটিং বন্ধ রেখেছেন ইরফান খান। ক’দিন আগেই জন্ডিস হয়েছে বলে শুটিং বাতিল করেছেন তিনি। কিন্তু সোমবার (৫ মার্চ) বিকেলে ইরফান খানের একটি টুইট ঘিরে তৈরি হয়েছে রহস্য। অভিনেতা নিজেই জানিয়েছেন তিনি ‘বিরল রোগ’-এ আক্রান্ত হয়েছেন। তিনি যে জন্ডিসে আক্রান্ত নন তাঁর টুইটেই সে-কথার প্রমাণ মিলছে।

খবরে বলা হয়েছে, বলিউড তারকা ইরফান খান সোমবার একটি টুইট করেন। টুইটে তিনি জানান, বেশ কয়েক দিন ধরে তিনি বিরল রোগে আক্রান্ত। স্বাভাবিকভাবে অভিনেতার এমন মন্তব্য ঘিরে জলঘোলা শুরু হয়েছে। উদ্বিগ্ন তার ভক্তরা। ইরফান টুইটে জানান, এক একসময় জীবন অপ্রত্যাশিত ধাক্কা দিয়ে আপনাকে জাগিয়ে দেয়। গত ১৫ দিন ধরে আমি একটি রহস্যের মধ্যে যাচ্ছি। বিরল গল্পের খোঁজে করতে করতে যে আমি নিজেই বিরল রোগে আক্রান্ত হব, তা কখনও ভাবতেও পারিনি। যদিও আমি হাল ছাড়ছি না। আগের মতোই নিজের পছন্দের জন্য লড়ে যাব।

তবে তিনি কী রোগে তিনি আক্রান্ত, তা স্পষ্ট করে উল্লেখ করেননি। এ নিয়ে অহেতুক জল্পনা না করতে অনুরোধ করেছেন তিনি। ইরফান জানিয়েছেন, সব পরীক্ষা-নিরীক্ষার পরে নির্দিষ্টভাবে রোগটির কথা জানতে পারলে তিনিই সবাইকে বিষয়টি জানাবেন।

Loading...