loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

জয় দিয়ে নিদাহাস ট্রফি শুরু করলো শ্রীলংকা


জয় দিয়ে নিদাহাস ট্রফি শুরু করলো শ্রীলংকা

নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-২০ ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক শ্রীলংকা। মঙ্গলবার (৬ মার্চ) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় শ্রীলংকা। প্রথম ওভারের চতুর্থ বলেই উইকেট হারায় ভারত। শূন্য হাতে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে দেন দুসমন্ত চামিরা। পরের ওভারেই আবারো উইকেট পতনের স্বাদ পেতে হয় ভারতীয় দলকে। শ্রীলংকার আরেক পেসার নুয়ান প্রদীপের বলে এবার ১ রান করে ফেরেন সুরেশ রায়না।

১০ বলের ব্যবধানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন আরেক ওপেনার শিখর ধাওয়ান ও মনিশ পান্ডে। তৃতীয় উইকেটে ৯৫ রান যোগ করেন তাঁরা। এর মধ্যে ৩৭ রান অবদান ছিলো পান্ডের। এরপর ঋসভ পান্থকে নিয়ে দলের রান সংখ্যা বাড়াতে থাকেন টি-২০ ক্যারিয়ারে পঞ্চম হাফ-সেঞ্চুরি পাওয়া ধাওয়ান। ক্রিকেটের ছোট ফরম্যাটে প্রথম সেঞ্চুরির দোড়গোড়ায়ও পৌঁছে যান ধাওয়ান। কিন্তু দুভার্গ্য তাঁর। ৯০ রানেই গুনাথিলাকার বলে থেমে যেতে হয় তাঁকে। ৬টি করে চার-ছক্কায় ৪৯ বল মোকাবেলায় নিজের ইনিংসটি সাজান ধাওয়ান।

শেষের দিকে পান্থ ২৩ বলে ২৩ ও উইকেটরক্ষক দিনেশ কার্তিক ৬ বলে অপরাজিত ১৩ রান করেন। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান পায় ভারত। শ্রীলংকার চামিরা ২ উইকেট পান।

জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্যে নেমে দলীয় ১২ রানে ওপেনার কুশল মেন্ডিসকে হারায় শ্রীলংকা। এতে খুব বেশি ভয় পায়নি লংকানরা। কারণ আরেক ওপেনার দানুস্কা গুনাথিলাকাকে নিয়ে ভারতীয় বোলারদের উপর চড়াও হন তিন নম্বরে নামা কুশল পেরেরা। পাওয়ার প্লে’তেই ৭৫ রান সংগ্রহ করে শ্রীলংকা।

তবে গুনাথিলাকা ১৯ রানে থামলেও পেরেরা তুলে নেন ৩৭ বলে ৬৬ রান। এছাড়া অধিনায়ক দিনেশ চান্ডিমাল ১৪ ও উপুল থারাঙ্গা ১৭ রান করে আউট হন। শেষদিকে দাসুন শানাকা ১৫ ও থিসারা পেরেরা ২২ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এই প্রতিযোগিতার অপর দল বাংলাদেশ ৮ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে। নিদাহাস ট্রফির সবগুলো ম্যাচই হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

Loading...