loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে উইচ্যাট


১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে উইচ্যাট

বিশ্বব্যাপী শতকোটি অ্যাকাউন্টের মাইলফলক স্পর্শ করেছে চীনা সামাজিক মাধ্যম নেটওয়ার্ক উইচ্যাট। এক্ষেত্রে অ্যাকাউন্ট সংখ্যা বলতে ব্যবহারকারীর সংখ্যা নয় বরং অ্যাপটিতে মোট কতগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই সংখ্যাকে বোঝানো হয়েছে। এতে একজন ব্যবহারকারী একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন।  

সামাজিক যোগাযোগের পাশাপাশি ভ্রমণের বুকিং আর লেনদেন সম্পন্ন করতেও এই প্লাটফর্ম ব্যবহৃত হয়ে থাকে। অ্যাকাউন্ট সংখ্যা বাড়ার এই দৃষ্টান্ত অ্যাপটির আধিপত্য বিস্তার তুলে ধরে বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে সবচেয়ে বেশি ব্যবহারকারী ফেসবুকের। সাইটটিতে ২১০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সংখ্যা ১৫০ কোটি।বর্তমানে উইচ্যাটের মোবাইল গেম থেকে আসা লাভ ও উইচ্যাটের ব্যবহার বাড়ায় টেনসেন্টের আয় ও শেয়ারের দাম বেড়েছে। গত বছরে প্রতিষ্ঠানটি বাজারে আর্থিক মূল্যের হিসাবে ফেসবুককে ছাড়িয়ে যায়। 

Loading...