loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

ভিয়েতনামের রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ


ভিয়েতনামের রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

ভিয়েতনামের সফররত রাষ্ট্রপতি ত্রান দাই কুয়াং মঙ্গলবার (৬ মার্চ) বিকেলে হ্যানয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বিকেলে ভিয়েতনামের রাষ্ট্রপতিকে হযরত শাহজালাল (আ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান। এ-সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

কুয়াং তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার ঢাকা এসেছিলেন। বাংলাদেশে সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আয়োজিত ভোজে যোগ দেন।

রাষ্ট্রপতি কুয়াং ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এবং সাভার জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। সেখানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে তাঁর হোটেল স্যুটে সাক্ষাৎ করেন। কুয়াং বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বিজনেস সেশন এবং ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরামের বৈঠকে যোগ দেন।

Loading...