loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • ইয়াং বয়েজের কাছে হেরেই গেল ইউভেন্টাস

  • সানের জোড়া গোলে ম্যানসিটি গ্রুপ সেরা

  • নিজেদের মাঠে মস্কোর কাছে বিধ্বস্ত হলো রিয়াল

  • জেএসসি-জেডিসি ও প্রাথমিক সমাপনীর ফলাফল ২৪ ডিসেম্বর

পদ্মা সেতুতে বসল তৃতীয় স্প্যান


পদ্মা সেতুতে বসল তৃতীয় স্প্যান

স্বপ্নের পদ্মা সেতু আজ আর স্বপ্ন নয়। পদ্মা সেতু আজ দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করেছেন। পদ্মা সেতুর কাজ এখন  দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যে দুটি স্প্যান বসানো হয়েছে।শক্তিশালী ভাসমান ক্রেন তি আনই হাউ এর মাধ্যমে ৩৯ ও ৪০ নং পিলারের উপর বসানো হবে এ স্প্যানটি। শনিবার সকাল থেকে শক্তিশালী ভাসমান ক্রেন তি আন ই হাউ মুন্সীগঞ্জের কুমারভোগের বিশেষায়িত জেটি থেকে স্প্যানটি নিয়ে রওনা হয়েছে।

আজ রবিবার সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুষঙ্গিক কাজ। সকাল ৯টার দিকে পিলারের ওপর স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় প্রায় অর্ধ কিলোমিটারের সেতু। এর আগে গতকাল শনিবার বিকেলে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান নিয়ে ভাসমান ‘তিয়ান ই’ ক্রেনটি ৩৯ ও ৪০ নম্বর পিলারের কাছে পৌঁছায়। এই ক্রেনের ধারণ ক্ষমতা তিন হাজার ৬০০ টন।

এদিকে স্প্যান স্থাপনের পাশাপাশি অন্যান্য কাজও দ্রত গতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যে নদীতে ১২২ পাইল স্থাপন হয়ে গেছে আরো ১১ টি পাইলের বটম সেকশন সম্পন্ন হয়েছে। মাওয়া প্রান্তের ভায়াডাক্টের ১৭২টি পাইলের মধ্যে ৮৯ টি পাইল বসে গেছে। অন্যান্য কাজও দ্রুত এগিয়ে চলেছে। এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের মধ্যে পদ্মা সেতুর প্রথম স্প্যান এবং ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের মধ্যে দ্বিতীয় স্প্যানটি বসানো হয়। ৩ মাসের ভেতরই বসলো তৃতীয় স্প্যানটি।

পদ্মা সেতু প্রকল্পের সার্ভেয়ার (সিএসসি) মীর ফারুক হোসেন সাংবাদিকদের জানান, রবিবার ৩৯ ও ৪০ নম্বর পিলারের উপর তৃতীয় স্প্যানটি বসানো হলো। চতুর্থ স্প্যানটিও বসানোর মতো অবস্থায় আছে। যার মধ্য দিয়ে রচিত হবে ৬.২৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু।

Loading...