loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

‘রাষ্ট্রীয় শোক দিবস’ ঘােষণা


‘রাষ্ট্রীয় শোক দিবস’ ঘােষণা

বাংলাদেশ সরকার নেপালের কাঠমান্ডুতে ইউ-এস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ ‘রাষ্ট্রীয় শোক দিবস’ ঘোষণা করেছে। সোমবার (১২ মার্চ) বিমান বিধ্বস্তের ওই ঘটনায় অন্তত ৫০ জন ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুুষ্ঠিত এক বৈঠক থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের জরুরি বৈঠকে রাষ্ট্রীয় শোক দিবস পালনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।’’ খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১৫ মার্চ) দিনব্যাপী জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য শুক্রবার (১৬ মার্চ) সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান এবং উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা সভা পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ-ধরণের বিমান দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং উড়ােজাহাজ পরিচালনাকারীদের যথাযথভাবে আন্তর্জাতিক আকাশ পরিবহন বিষয়ক নিরাপত্তা আইন অনুসরণ করার কথা বলেন তিনি।

Loading...