loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

জাতির পিতার জন্মদিন উপলক্ষে শিশু কিশোর মেলার কর্মসূচি


জাতির পিতার জন্মদিন উপলক্ষে শিশু কিশোর মেলার কর্মসূচি

১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা তিন দিনের কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ১৬ মার্চ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮’র ঢাকা অঞ্চলের বাছাই, ১৭ই মার্চ সকালে জাতীয় শিশু দিবসের উদ্বোধন ও জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, আলোচনা সভা, শিশু র‌্যালি ও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং ১৮ মার্চ সকালে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্বের তিন হাজার প্রতিযোগী অংশগ্রহণ করবে। উল্লেখ্য, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নতুন প্রজন্মের শিশু কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও সংগ্রামী জীবন এবং আদর্শ তুলে ধরতে এই সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ-বছর পালিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রবর্তিত জাতির জনকের জন্মদিনে ২৫তম জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলায় সর্বপ্রথম বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু দিবস ঘোষণার দাবিতে সভা-সমাবেশ ও বিভিন্ন কর্মসূচি দেশব্যাপী পালন করেছে। আজ সত্যিই জাতির পিতার জন্মদিন ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে।

এই সফলতার মূলে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামীতে সংগঠনের প্রত্যাশা, বঙ্গবন্ধুর গৌরবগাঁথা ও অবদান দেশ ও জাতির কাছে তুলে ধরতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করছে।

সংগঠনের সভাপতি শিরিন আকতার মঞ্জু জাতির পিতার জম্মদিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সংগঠনের নেতা-কর্মীসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

Loading...