loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

টাইগারদের জন্য কোটি টাকা পুরস্কার ঘোষণা


টাইগারদের জন্য কোটি টাকা পুরস্কার ঘোষণা

শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে ওঠায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া রোববার অনুষ্ঠিতব্য ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলে পুরস্কারের অর্থ আরও বাড়বে। শনিবার (১৭ মার্চ) কলম্বোয় এ-ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

পাপন এসময় ম্যাচের ১৯তম ওভারে ‘নো’ বল ইস্যুতে দুই দলের মধ্যকার বাতবিতণ্ডা এবং ম্যাচের পর বাংলাদেশ দলের ড্রেসিংরুম ভাঙচুর নিয়েও কথা বলেন। ‘নো’ বল ইস্যুতে মাঠের উত্তেজনা বাংলাদেশ ও শ্রীলঙ্কান ক্রিকেট বোডের্র সম্পর্কে ছেদ পড়বে না বলে আশ্বস্ত করেন বিসিবি প্রধান।

আর ড্রেসিংরুম ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দোষী যেই হোক না কেন শাস্তি পাবেই’’।

Loading...