loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

প্রোফাইল ছবির অপব্যবহার রোধে ফেইসবুক


প্রোফাইল ছবির অপব্যবহার রোধে ফেইসবুক

ব্যবহারকারীদের প্রোফাইল ছবি চুরি বা অপব্যবহার রোধ করতে নতুন কিছু টুল যুক্ত করেছে ফেইসবুক। বাংলাদেশে এবারই প্রথমবারের মতো এটি চালু হলো। বৃহস্পতিবার (১৫ মার্চ) প্রোফাইল পিকচার নিয়ন্ত্রণের এসব টুল বাংলাদেশে চালুর বিষয়টি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। খবর সূত্রের।

ফেইসবুক ব্যবহারকারীরা সাইটে প্রবেশ করার পরে বিশেষ প্রোফাইল পিকচার গার্ড অপশন চালু করার নির্দেশনা দেখতে পাবেন। এই গার্ড ছবিতে ব্যবহার করলে অন্য সব ব্যবহারকারী আপনার প্রোফাইল ছবি ডাউনলোড বা শেয়ার করতে পারবেন না। কারো ফেইসবুক বন্ধু-তালিকার বাইরের কোনো ব্যক্তি প্রোফাইল ছবিতে নিজেদের বা অন্য কাউকে ট্যাগ করতে পারবেন না। এই নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও ফেইসবুক প্রোফাইল ছবির স্ক্রিনশট নেওয়া যাবে না। নিরাপত্তার সংকেত হিসেবে প্রোফাইল ছবিতে একটি নীল রেখা ও আবরণ দেখানো হবে। এর মাধ্যমে একজন ব্যবহারকারীর প্রোফাইল ছবি অন্য কেউ ডাউনলোড করতে পারবেন কি-না তাও নিয়ন্ত্রণ করা যাবে।

ফেইসবুকে প্রোফাইল ছবি খুব গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজেই ফেসবুকে তার বন্ধুদের খুঁজে বের করতে পারেন। অবশ্য অনেকেই ফেইসবুক প্রোফাইল ছবিতে নিজের ছবি যুক্ত করতে নিরাপদবোধ করেন না।

Loading...