loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

‘গ তে গল্পকার’ বিজয়ীদের সংবর্ধনা প্রদান


‘গ তে গল্পকার’ বিজয়ীদের সংবর্ধনা প্রদান

‘রকমারি ডট কম প্রেজেন্টস গ তে গল্পকার পাওয়ার্ড বাই অফারএজ ডট কম ২০১৮’-এর একুশ গল্প সংকলন পর্বে নবীন লেখকদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হলো বুধবার (১৪ মার্চ) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে। শিশু-কিশোর ও তরুণদের মেধা বিকাশ এবং সৃজনশীলতা প্রকাশের জন্য চ্যানেল আগামীর উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকি, লেখক রাজীব হাসান, কিংকর আহসান, সাদাত হোসাইন, কার্টুনিস্ট জুনায়েদ আজিম চৌধুরী, মডেল এমদাদ হোসেন শপথ, মাইক্রোসফট বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নুসরাত জাহান, শিশু সাহিত্যিক ফোরামের চেয়ারম্যান এবং অন্বয় প্রকাশের প্রকাশক হুমায়ুন কবীর ঢালী প্রমুখ।

তাঁরা নবীন লেখকদের উদ্দেশ্যে বলেন, একটি ভালো লেখা মানুষের সুখ-দুঃখের সঙ্গী। একটা গল্প যত সুন্দর হয় পাঠক তাতে তত গভীরভাবে ডুব দিতে পারেন। অতিথিদের ছোটবেলার মজার কাহিনী এবং রসবোধে মুখরিত হয় অনুষ্ঠানটি।

সেরা একুশ গল্পকারদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া রকমারি ডটকমের পক্ষ থেকে তাঁদের সবার জন্য ছিলো একটি করে বই। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে এ-বছরের ‘গ তে গল্পকার’-এর।

এই আয়োজনের মূল পৃষ্ঠপোষক ছিলো রকমারি ডট কম, পাওয়ার্ড বাই অফারএজ ডট কম, মিডিয়া সহযোগী নিউজ ইনসাইড ২৪ ডট কম, রেডিও সহযোগী স্বাধীন ৯২.৪, পি আর সহযোগী মিডিয়া মিক্স কমিউনিকেশন্স, ফটোগ্রাফি সহযোগী ওয়েডিং এজ এবং সহপৃষ্ঠপোষক ছিলো শ্যাডো ইঞ্জিন, ডায়না হোস্ট, এআরএ এডস এন্ড কোঃ এবং অন্বয় প্রকাশ।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...