loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

লঙ্কা বিজয়ের লড়াই


লঙ্কা বিজয়ের লড়াই

এম এম মঞ্জুর মোর্শেদ

নাটকীয়! না, অতি নাটকীয়!! এক ওভারে, অনেক ঘটনাবহুল মুহূর্তের সংযোজনে ‘বাংলা ওয়াল’ মাহমুদুল্লাহর আকাশছোঁয়া বীরত্বে আমরা নিদাহাস ট্রফির ফাইনালে। বাংলাদেশ দল হালের ক্রিকেট দুনিয়ার নতুন স্পাইসি ফ্লেভার বললে ভুল বলা হবে? মনে হয় না। ক্রিকেট যদি চরম অনিশ্চয়তার খেলা হয়, আর তাতেই যদি চরম এন্টারটেইনমেন্ট থাকে, তাহলে হলে টিম বাংলাদেশ তা প্রচুর সাপ্লাই করে।

৩৭ রানে ৪  উইকেট নেই, পাওয়ার প্লেতে অতি নগণ্য রান, এরপর কে ভেবেছিল শ্রীলঙ্কা দাঁড়াতে পারবে? শ্রীলংকার হালের দুই সেরা খেলোয়াড় ঠিক একটা ভালো অবস্থানে নিয়ে গেলেন, স্পাইসে ভরপুর বোলিং ওভার স্পাইস হয়ে গেল। তবে ১৫৯ রান কোন দুঃসাধ্য লক্ষ্য নয় শর্ট ফরম্যাটের এই খেলায়। আর মুশফিকুর, মাহমুদুল্লাহদের যা ফর্ম তাতে ভরসা করা যায়। শ্রীলংকার গ্যালারিকে মেরুর শীতলতায় হিম করে দেওয়া এক ওভারে আমরা আজ ফাইনালে।

প্রতিপক্ষের নাম ভারত। এই কন্ডিশনে দুনিয়ার সবচেয়ে যোগ্য দল। ব্যাটিং, বোলিং কোনো ডিপার্টমেন্টে দুর্বলতা নেই বললেই চলে। ভারতীয়দের চাপ যদি কিছু থাকে, তা হলো তাঁদের বিপুল দর্শকের চাপ, ক্রিকেট দুনিয়ায় দাদাগিরি করার চাপ। যাহোক, তাদের চাপ থাকবে কি থাকবে না তা আমাদের জন্য চিন্তার বিষয় হওয়া উচিত নয়।

ফাইনালে কেমন টিম হবে তা আমার জানা নেই। টিম ম্যানেজমেন্ট কিভাবে সাজাবে এটা তাঁদের ব্যাপার। তবে আপনি দুই দলের কার কার দিকে নজর রাখবেন সেটা একটু বলতে পারি।

রোহিত শর্মা: ভারতীয় অধিনায়ক। টি ২০’র সবচেয়ে বাঘা ব্যাটসম্যানদের অন্যতম, লড়াকু মানসিকতার। এই টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে ৮৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন। বাংলাদেশ দলকে তাঁকে নিয়ে ভাবতেই হবে। বাংলাদেশের বোলারদের চরম পরীক্ষা নেবেন - তা নিশ্চিত করেই বলা যায়।    

শিখর ধাওয়ান: ৯ টা ছক্কা মেরে তিনি ইতোমধ্যেই নিজের ফর্মের জানান দিয়ে রেখেছেন নিদাহাস ট্রফিতে। টাইগার-বোলিংকে এসিড টেস্টের মুখে তিনিও ফেলবেন। তাই তাঁকে যত দ্রুত ফেরানো যায় ততই ভালো।

ওয়াসিংটন সুন্দর: ভারতীয় ক্রিকেটার নতুন সেনসেশন এই যুবক। নিজের অলরাউন্ডিং সামর্থ্যের প্রমাণ এই বয়সেই রাখতে শুরু করেছেন। লিগের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল মূলত তাঁর স্পিন বোলিংয়ের কাছেই পরাস্ত হয়েছিলো। আজ তাঁকে মাথা ঠান্ডা করে খেলতে না পারলে জেতার বা প্রতিদ্বন্দ্বিতার আশা দূরে সরে যেতে পারে।

সাকিব আল হাসান: বাংলাদেশ অধিনায়ক। ফিরেই দলের হাল বদলে ফেলেছেন। তিনি তা-ই করেন যা তাঁর কাছে ঠিক মনে হয়। এটা তাঁর সফল হওয়ার একটা তরিকাও বটে। আজ যদি তাঁর দিন হয়ে যায় তাহলে নিদাহাস ট্রফি বাংলাদেশের হতেও পারে। আশা করি তিনি মাথা ঠান্ডা রাখবেন। তিনি নিশ্চিতভাবেই দলের মূল অলরাউন্ডারের ভূমিকা পালন করবেন।

মুশফিকুর রহিম: এই জাতি তাঁর ব্যাটের দিকেই বেশি তাকিয়ে থাকবে। দুই লড়াকু ইনিংস এই টুর্নামেন্টে তাঁকে হাইলাইটেড করে রেখেছে। ভারতীয় বোলাররা তাঁকে নিয়ে আলাদাভাবে চিন্তা করবে - এতে কোন সন্দেহ নেই।

মাহমুদুল্লাহ রিয়াদ: রিয়াদের সহযোগিতা ছাড়া বাংলাদেশের বড় কোন জয় চিন্তাই করা যায় না। প্রচন্ড চাপে থেকে দলকে জিতিয়ে দেওয়ার জন্য মাহমুদুল্লাহ অতুলনীয়। তিনি ভারতীয়দের অন্যতম লক্ষ্য হতে পারেন।

মোস্তাফিজুর রহমান: ভারতীয় ব্যাটিং লাইনআপকে সবসময়ই পরীক্ষায় ফেলেছেন তিনি। তবে ইদানিং কিছুটা খরুচে হয়ে গেছেন। আজ তাঁর এসিড টেস্টের দিন। মূলত তাঁকেই ভারতীয় ব্যাটিং-এর বিরুদ্ধে বোলিংয়ে নেতৃত্ব দিতে হবে। আপনার প্রার্থনায় তাঁকে রাখাই উচিত।

দুই দলেই আরো বেশ কিছু খেলোয়াড় আছেন যারা ম্যাচ একই জিতিয়ে দিতে পারেন। তবে ফাইনালটায় মনে হচ্ছে এঁরাই মূল কুশীলব।

যে-দলই টস জিতুক, সে-ই ফিল্ডিং নেবে বলেই মনে হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের সাফল্য হচ্ছে - শ্রীলংকাকে তাঁদের মাঠে ফাইনাল খেলতে না দেওয়া। আজ গ্যালারি ভরা থাকবে না - এটা মোটামুটি নিশ্চিত। তবে ভারতীয় সমর্থক অনেক বেশি থাকবে।

১৬ কোটির এই জাতি আজও মধ্যরাতের আকাশ-বাতাস কাঁপিয়ে হুঙ্কার দিতে চায় বা হালের নাগিন নৃত্য করতে চায়। ১২০ কোটির ভারতীয়রাই বা কেন পিছিয়ে থাকবে! সময়ই বলে দেবে কোন ভূখণ্ডে উদ্দাম নৃত্য হবে আর কোথায় হিমশীতলতা নেমে আসবে।

Loading...