loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

  • নড়াইলে ১৫ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু

  • চেল্সির ছয় গোলে জয়ের ম্যাচে পামার চার গোল

  • ক্যালিয়ারির সাথে ড্র করে ইন্টারের পয়েন্ট নষ্ট

  • বায়ার্ন রাজত্বের অবসান ঘটিয়ে লেভাকুজেনের বুন্দেসলিগা জয়

বেসিসের ফেইসবুক পেইজ এখন যাচাইকৃত


বেসিসের ফেইসবুক পেইজ এখন যাচাইকৃত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর অফিসিয়াল ফেইসবুক পেইজ যাচাইকৃত (ভেরিফাইড) হয়েছে। এখন থেকে বেসিসের ফেইসবুক পেইজের পাশে নীল টিক চিহ্ন দেখা যাবে। রোববার (১৮ মার্চ) সকাল ১১টা ১০ মিনিটে বেসিসের গণসংযোগ শাখাকে অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার সংবাদ দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

নিজস্ব পৃষ্ঠা যাচাই হওয়ায় ফেইসবুকে বেসিসের নামে থাকা ভুয়া একাউন্টগুলো বন্ধ হয়ে গেছে। পাশাপাশি এখন থেকে ব্যবহারকারীরা বেসিসের যাচাইকৃত ফেইসবুক পৃষ্ঠা থেকে নির্ভুল তথ্য পাবেন। সেই সঙ্গে পাবেন বিশেষজ্ঞ পরামর্শও। এখন বেসিসের অফিসিয়াল ফেইসবুক আইডি নষ্ট বা হ্যাক হওয়ার আশঙ্কাও কমেছে।

বেসিসের ফেইসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। আনন্দ প্রকাশ করেছেন বেসিস কার্যনির্বাহী পরিষদ সদস্যবৃন্দও। বেসিস সভাপতি বলেন, বেসিসের ফেইসবুক একাউন্ট ভেরিফাইড হওয়ার কারণে এখন থেকে ব্যবহারকারীরা নিশ্চিন্তে তা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশীদার বেসিসের কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃত তথ্য প্রবাহও নিশ্চিত হলো।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...