loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

নতুনদের সুযোগ দেবেন শাকিব খান


নতুনদের সুযোগ দেবেন শাকিব খান

অভিনয়ে আসতে আগ্রহীদের সুযোগ দেবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বুধবার (২৮ মার্চ) রাজধানীর একটি হোটেলে জন্মদিন পালন ও নিজস্ব ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু উপলক্ষে দেওয়া বক্তব্যে এ-কথা জানান দুই বাংলায় জনপ্রিয় এই নায়ক। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

শাকিব বলেছেন তিনি এখন থেকে নিয়মিতভাবে বড় বাজেটের চলচ্চিত্র প্রযোজনা করবেন। সেসব ছবিতে তিনি অভিনয় করবেন। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রয়াসে ছবিগুলো নির্মাণ হবে। শুধু তাই নয়, সেসব ছবিতে তিনি নতুন ও মেধাবীদের সুযোগ দেবেন। এছাড়া, নতুন যাঁরা সিনেমা বানাতে আগ্রহী তাঁদের তিনি নিজের প্রযােজনা সংস্থা থেকে ছবি নির্মাণ করাবেন। অনেক পরিচালক আছেন যারা ঠিকমতো সাপোর্ট পাচ্ছেন না বলে ছবি নির্মাণ করতে পারছেন না - তিনি তাঁদেরও সুযোগ করে দিতে চান।

নিজের ইউটিউব চ্যানেল প্রসঙ্গে শাকিব বলেন, নামে-বেনামে বিভিন্ন ইউটিউব চ্যানেলে অপপ্রচার ও ভুল তথ্যের কারণে অনেক সময় শিল্পীর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়। তাঁরা মানসিক চাপের কারণে কাজের প্রতি মনোযোগী হতে পারেন না। শিল্পীর দুরত্ব বেড়ে যায়  ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সাথে। অথচ তারকাদের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্লাটফর্মগুলো দর্শক ও ভক্তদের কাছে সঠিক তথ্য পরিবেশন করতে পারে। তারকা-ভক্ত সম্পর্কটি হয়ে উঠতে পারে আরো সাবলীল, আরো সুন্দর।

এই অনুষ্ঠানে শাকিব ছাড়াও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, প্রযোজক ইকবাল, কামাল কিবরিয়া লিপু ছাড়াও বঙ্গবিডি’র ইউটিউব চ্যানেলের কর্তাবৃন্দ। সবার উপস্থিতিতে কেক কেটে শাকিবের জন্মদিন উদযাপন করা হয়।

Loading...