loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

স্টিফেন্স-এর প্রথম মায়ামি মাস্টার্স শিরোপা


স্টিফেন্স-এর প্রথম মায়ামি মাস্টার্স শিরোপা

ইয়েলেনা ওস্তাপেনকোকে পরাজিত করে প্রথমবারের মতো মর্যাদাকর মায়ামি মাস্টার্সের শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টিফেন্স। শনিবার (৩১ মার্চ) ফাইনালে ৭-৬ (৭/৫), ৬-১ গেমে ওস্তাপেনকোকে পরাজিত করে স্টিফেন্স এই শিরোপা জয় করলেন। এই নিয়ে ক্যারিয়ারে ছয়টি ফাইনালে খেলে সবকটিতেই জয় তুলে নিলেন ২৫ বছর বয়সী বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১২তম এই তারকা।

যদিও উভয় খেলোয়াড়ের জন্যই ফাইনালটা খুব একটা সহজ ছিল না। প্রথম সেটে আটবার সার্ভিস ব্রেক হয়েছে, সব মিলিয়ে হয়েছে ১২টি। ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন লাটভিয়ার ষষ্ঠ বাছাই ওস্তাপেনকো এক ঘন্টা ৩২ মিনিটের ম্যাচে ৪৮টি আনফোর্সড এরর করেছেন। অন্যদিকে ইউএস ওপেন বিজয়ী স্টিফেন্স করেছেন ২১টি।

ওস্তাপেনকোকে হারানোর আগে স্টিফেন্স ফাইনালের পথে একে একে পরাজিত করেছেন গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী গ্যাব্রিন মুগুরুজা, অ্যাঞ্জেলিক কারবার ও ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। এই জয়ে প্রথমবারের মতো ডব্লিউটিএ র‌্যাঙ্কিয়ের শীর্ষ ১০-এ উঠে এসেছেন স্টিফেন্স। নতুন র‌্যাঙ্কিং শিগগিরই প্রকাশ করা হবে।

ম্যাচ শেষে স্টিফেন্স বলেছেন, ‘‘ম্যাচের শুরুটা ভালো না হলেও প্রথম সেটে জয়ের পরে আমার আত্মবিশ্বাস ফিরে আসে। অনেক দিন ধরেই শীর্ষ ১০-এ আসার চেষ্টা করেছি। এজন্য আমি দারুন খুশি।’

২০০৯ সালে আজারেঙ্কার পরে সবচেয়ে কম বয়সে মায়ামি ফাইনালে উঠার কৃতিত্ব দেখিয়েছেন ওস্তাপেনকো। ২০ বছর ২৯৭ বছর বয়সে শনিবার তিনি ফাইনাল খেলেছেন।

Loading...