loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

শিরোপা’র খরা কাটালেন জন ইসনার


শিরোপা’র খরা কাটালেন জন ইসনার

অবশেষে এটিপি মাস্টার্সের শিরোপা জয়ের খরা কাটাতে সক্ষম হয়েছেন জন ইসনার। যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা রোববার (১ এপ্রিল) মায়ামি মাস্টার্সের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেভরেভকে ৬-৭ (৪/৭), ৬-৪, ৬-৪ সেটে পরাজিত করে শিরোপা জয় করেন।

এর আগে ২০১২, ২০১৩ ও ২০১৬ সালে এটিপি মেজর ট্যুর ফাইনালে পরাজিত হয়েছিলেন ১৪তম বাছাই ইসনার। তবে রোববার দুই ঘন্টা ৩০ মিনিটের লড়াইয়ে প্রথম সেটে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত শিরোপা নিজেদের ঘরেই রাখতে সমর্থ হলেন ইসনার। অথচ বছরের শুরুটা মোটেই ভালো হয়নি ইসনারের। আগের প্রতিযোগিতা ইন্ডিয়ান ওয়েলসেও তিনি শুরুর দিকেই বিদায় নিয়েছিলেন।

২০১০ সালের পরে এই প্রথম মার্কিন খেলোয়াড় হিসেবে ইসনার মায়ামি মাস্টার্সের শিরোপা জিতলেন। ক্যারিয়ারে ১৩তম এই শিরোপা জয়ের পরে ইসনার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তাঁর ক্যারিয়ার-সেরা নবম স্থানে উঠে এলেন।

Loading...