loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ঢাবিতে দ্বিতীয় আন্তর্জাতিক মুকাভিনয় উৎসব


ঢাবিতে দ্বিতীয় আন্তর্জাতিক মুকাভিনয় উৎসব

দ্বিতীয় আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব ২০১৮ রোববার (৮ এপ্রিল) রাজধানীতে শুরু হচ্ছে। তিনদিনের উৎসব চলবে ১০ এপ্রিল পর্যন্ত। উৎসব-প্রাঙ্গণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন (ডিইউএমএ) এই উৎসব আয়োজন করছে। বেশ কয়েকটি বিদেশী দল উৎসবে যোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের মাইম থিয়েটার, জাপানের মাইম থিয়েটার ছাড়াও এতে জামার্নি, ইরান, ভারত, নেপালসহ বাংলাদেশের বিভিন্ন দল অংশ নিচ্ছে। বিদেশের শিল্পী, কলাকুশলীসহ দেড় শতাধিক শিল্পী দলগুলোর মাধ্যমে অংশ নিচ্ছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

উসৎবে অংশগ্রহণকারী দলগুলোর মূকাভিনয় প্রদর্শনী ছাড়াও থাকবে, মূকাভিনয় বিষয়ে সেমিনার। উদ্বোধনীর পর বিশ্ববিদ্যালয় ও টিএসসি এলাকায় একটি র‌্যালি বের হবে।

ডিইউএমএ বাংলাদেশের মূকাভিনয় জগতে পরিচিত এক দল। বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গত সাত বছরে মূকাভিনয় শিল্পের ৪০০ প্রদর্শনী করেছে দলটি। বাঙালি সংস্কৃতি, সামাজিক বিষয় নিয়ে শুরু থেকে দলটির পারফরমেন্সে বিভিন্ন বিষয়ে প্রদর্শনীগুলোতে উঠে আসে। জনগণকে বিভিন্ন বিষয়ে সচেতন করতে দলটি মূকাভিনয় নিয়ে কাজ করছে।

Loading...