loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

চুয়েটে ‘প্রাণের বন্ধনে বৈশাখ’ উদযাপিত


চুয়েটে ‘প্রাণের বন্ধনে বৈশাখ’ উদযাপিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বর্ণিল আয়োজনে শনিবার (১ বৈশাখ, ১৪১৫ বঙ্গাব্দ; ১৪ এপ্রিল, ২০১৮ খ্রি.) বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। পহেলা বৈশাখের প্রথম প্রহরে সকাল সাড়ে সাতটায় চুয়েট গোলচত্বরে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ শিশুকিশোররা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি চুয়েট আবাসিক গোল চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে চুয়েট বৈশাখী-মঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় উপাচার্য উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

এ-উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য। চুয়েট স্টাফ ওয়েলফেয়ারের সভাপতি (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। এতে সঞ্চালনায় ছিলেন প্রাণের বন্ধনে বৈশাখের আহ্বায়ক প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। আগে গ্রাম-পর্যায়ে এই উৎসব পালন করা হতো। এখন রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়। বৈশাখের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা এখন বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। যে কারণে পহেলা বৈশাখের আড়ম্বর এখন বহুগুণ বেড়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে  অংশগ্রহণ করে। পুরনো বছরের সকল গ্লানি ও অপ্রাপ্তিকে পেছনে ফেলে নতুন বছরে নবপ্রত্যয়ে সবাই এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি।

এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে চুয়েট বৈশাখী মঞ্চে বর্ষবিদায়ের অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ’প্রাণের বন্ধনে বৈশাখ’ শীর্ষক দুইদিনব্যাপী অনুষ্ঠানমালা। চুয়েট স্টাফ ওয়েলফেয়ার এই অনুষ্ঠানমালার আয়োজন করে। । উৎসবের মূল আকর্ষণ ছিল চুয়েট বৈশাখী মঞ্চে চ্যানেল আই’য়ের ক্ষুদে গানরাজ এবং সেরাকণ্ঠের শিল্পীবৃন্দের মনোমুগ্ধকর পরিবেশনা। এ উপলক্ষে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল পান্তা-উৎসব, বাউল উৎসব, শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারি ড্র, বৈশাখের আলোচনা প্রভৃতি।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...