loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • রাসায়নিক গুদাম সরাতে সহযোগিতার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

  • বেসিস এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সফটএক্সপোর যৌথ আয়োজক

ম্যান ইউ’র হারে শিরোপা গেলো সিটির ঘরে


ম্যান ইউ’র হারে শিরোপা গেলো সিটির ঘরে

নিজেদের মাঠেও সহজ প্রতিপক্ষ ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন-এর সঙ্গে পেরে উঠলো না ম্যানচেস্টার ইউনাইটেড। হেরে গেছে ১-০ গোলে। সেই সুযোগে পাঁচ ম্যাচ বাকি থাকতেই লিগ-শিরোপা নিশ্চিত হয়ে গেছে ম্যানচেস্টার সিটি’র। টানা পাঁচ জয়ের পরে হারের স্বাদ পাওয়া ইউনাইটেড ৩৩ ম্যাচে ২২ জয় ও পাঁচ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। শিরোপা জয়ী ম্যান সিটি’র পয়েন্ট ৮৭।

রবিবার (১৫ এপ্রিল) ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকেই বল দখলে ইউনাইটেড এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের অনন্য সুযোগ পায় ওয়েস্ট ব্রম। তবে জেইক লিভারমোরের সে-প্রচেষ্টা রুখে দেন দাভিদ দে হেয়া। বিরতির আগে স্বাগতিকরা দু’টি সুযোগ পেয়েছিলো। কিন্তু গোলরক্ষক বেন ফস্টারকে পরাস্ত করতে পারেননি আলেক্সিস সানচেস ও রোমেলু লুকাকু।

ম্যাচের ৭৩তম মিনিটে হেডে বল জালে পাঠান স্প্যানিশ বংশোদ্ভূত ইংলিশ ফরোয়ার্ড জে রদ্রিগেস। এরপর আর ম্যাচে ফেরা হয়নি রেড ডেভিলদের।

এ-নিয়ে গত সাত বছরে তৃতীয় এবং ইংলিশ ফুটবলে পঞ্চম লিগ শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। ২০১৬ সালে দলের দায়িত্ব নেওয়া পেপ গার্ডিওলার অধীনে সিটি’র এটাই প্রথম শিরোপা।

লিগে ৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল।

Loading...