loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

বাংলা একাডেমিতে ৫০ ভাগ কমিশনে বই


বাংলা একাডেমিতে ৫০ ভাগ কমিশনে বই

বাংলা নববর্ষ উপলক্ষে শনিবার (১৪ এপ্রিল) থেকে বাংলা একাডেমিতে শুরু হয়েছে বইয়ের আড়ং। একাডেমি থেকে প্রকাশিত দুই হাজার সংগ্রহ থেকে সর্বোচ্চ ৫০ ভাগ কমিশনে বই বিক্রি হচ্ছে। তিনটি বিভাগে এবার কমিশন দেওয়া হচ্ছে। আড়ং-এ তরুণ লেখক প্রকল্পের বই ও দশ বছর বা তারও বেশি পুরনো বই ৫০ ভাগ কমিশনে, অন্যান্য পুরনো বই ৩০ ভাগ কমিশনে এবং নতুন বই ২৫ ভাগ কমিশনে পাওয়া যাচ্ছে। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

বাংলা একাডেমির ভেতরে রবীন্দ্র চত্বরে, ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের নিচতলায় এবং ড. মুহম্মদ এনামুল হক ভবনের নিচতলায় আড়ং-এ এসব বই পাওয়া যাবে। অমর একুশের গ্রন্থমেলা ২০১৮ তে প্রকাশিত নতুন সব বই আড়ং-এ রয়েছে। ১০ বৈশাখ পর্যন্ত আড়ং-এ বই বিক্রি চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত আড়ং খোলা থাকবে।

এদিকে বঙ্গাব্দ ১৪২৫ উপলক্ষে বাংলা একাডেমিতে চলছে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার সাথে যৌথভাবে বাংলা একাডেমি এই মেলার আয়োজন করেছে। এছাড়া নানা ধরনের পণ্য সামগ্রীর দোকানও রয়েছে মেলায়। একাডেমির বাগান, ভাষা- সৈনিক চত্বর, বহেরাতলা, পুকুর পাড়ে বৈশাখী মেলার দোকানগুলো স্থাপিত হয়েছে। দেশের কুটির শিল্পজাত পণ্য নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এতে অংশ নিচ্ছে।

বৈশাখী মেলা চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত। এছাড়া মেলামঞ্চে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রতিদিন খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করছেন।

Loading...