loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ঢাকায় বৈশাখী নাট্যোৎসব


ঢাকায় বৈশাখী নাট্যোৎসব

বৈশাখী নাট্যোৎসব শুরু হয়েছে সোমবার (১৬ এপ্রিল)। বাংলা নববর্ষ উপলক্ষে এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ মহিলা সমিতি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন উৎসব আয়োজনে সহায়তা দিচ্ছে। বেইলি রোডের নাটক সরণিতে নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শুরু হওয়া এই উৎসব চলবে ১৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

দেশের শীর্ষস্থানীয় পনেরটি নাটকের দল এতে অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে, থিয়েটার, নাগরিক নাট্যাঙ্গণ বাংলাদেশ, প্রাচ্যনাট, ঢাকা থিয়েটার, লোকনাট্য দল (সিদ্ধেশ্বরী), ঢাকা পদাতিক, নাগরিক নাট্য সম্প্রদায়, পদাতিক নাট্য সংসদ (টিএসসি), বটতলা, আগন্তুক, থিয়েটার আর্ট ইউনিট, প্রাঙ্গণে মোর, দেশ নাটক ও ঢাকা থিয়েটার মঞ্চ।

Loading...