loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

‘ডিন্’স অ্যাওয়ার্ড’ পেলেন ১২৯ জন ঢাবি শিক্ষার্থী


‘ডিন্’স অ্যাওয়ার্ড’ পেলেন ১২৯ জন ঢাবি শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ১৬টি বিভাগের ২০১৫-২০১৬ সালের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১২৯ জন শিক্ষার্থীকে ‘ডিন্’স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। খবর স্থানীয় গণমাধ্যমের।

এছাড়াও সেরা গবেষণা-গ্রন্থ রচনার জন্য ‘ডিন্’স মেরিট অ্যাওয়ার্ড ফর টিচারস’ পেয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং সেরা গবেষণা-প্রবন্ধ রচনার জন্য একই পুরস্কার লাভ করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. আকসাদুল আলম।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। মুখ্য বক্তা হিসেবে ছিলেন অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।

Loading...