loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

অষ্ট্রেলিয়া সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা


অষ্ট্রেলিয়া সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সামিট অন উইমেন’ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) তিনদিনের সরকারি সফরে অষ্ট্রেলিয়া যাচ্ছেন। সম্মেলনে শেখ হাসিনা মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০১৮’-এ ভূষিত হবেন। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী সিডনির উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হবেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

শেখ হাসিনা সিডনির আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুক্রবার (২৭ এপ্রিল) অনুষ্ঠেয় এক অনুষ্ঠানে ভিয়েতনামের উপ-রাষ্ট্রপতি থাই নগক থিন এবং কসোভোর সাবেক রাষ্ট্রপতি এ্যাতিফেত জাহজাগা’র সঙ্গে গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘গ্লোবাল সামিট অফ উইমেন’ শেখ হাসিনাকে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার ও নারী-উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে এই সম্মাননায় ভূষিত করছে।

গ্লোবাল উইমেন সামিট বিশ্বব্যাপী নারী নেতৃবৃন্দের ব্যবসা এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত একটি বাৎসরিক সম্মেলন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, এই সম্মেলনে শেখ হাসিনা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্তকরণে তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন।

শেখ হাসিনা শনিবার (২৮ এপ্রিল) অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এছাড়া অষ্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়াও তিনি ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং একটি অনুষ্ঠানে যোগ দেবেন। 

অষ্ট্রেলিয়া থেকে ২৯ এপ্রিল তাঁর দেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।

Loading...