loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

হিমেল সার্কিট ব্রেকার বাজারজাত করছে আরএফএল


হিমেল সার্কিট ব্রেকার বাজারজাত করছে আরএফএল

ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস যন্ত্রপাতির সুরক্ষায় ‘হিমেল সার্কিট ব্রেকার’ বাজারজাত শুরু করেছে আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড। বুধবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে বাংলাদেশে নতুন এই পণ্যটি উন্মুক্ত করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

‘হিমেল সার্কিট ব্রেকার’ বৈদ্যুতিক যন্ত্রপাতি উৎপাদন ও বিপণনকারী বহুজাতিক প্রতিষ্ঠান হিমেল ইন্টারন্যাশনাল-এর পণ্য। আরএফএল ইলেকট্রনিকস বাংলাদেশের একমাত্র পরিবেশক হিসেবে পণ্যটি গ্রাহকদের কাছে পৌঁছে দেবে।

এ-বিষয়ে আর এন পাল বলেন, মানসম্মত সার্কিট ব্রেকার ব্যবহার না করার ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। হিমেল ইন্ট্যারন্যাশনালের উৎপাদিত সার্কিট ব্রেকার বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। ক্রেতারা যেন দেশের বাজারে ভাল মানের সার্কিট ব্রেকার পেতে পারে সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।

আরএফএল ইলেকট্রনিকস-এর হেড অফ বিজনেস ইঞ্জিনিয়ার মীর হাসান সারওয়ার কবির বলেন, প্রাথমিকভাবে আমরা ‘লো- ভোল্টেজ সার্কিট ব্রেকার’ বাজারজাত শুরু করেছি। ক্রেতারা সুলভ মূল্যে এই সার্কিট ব্রেকার কিনতে পারবেন। যে কোন ইলেকট্রনিক্সের দোকান ও বিজলী শোরুমে হিমেল সার্কিট ব্রেকার পাওয়া যাবে।

হিমেল ইন্টারন্যাশনাল-এর বিক্রয় বিভাগের (মধ্যপ্রাচ্য ও ভারত অঞ্চল) প্রধান কুটবুদ্দিন ভাসানওয়ালা (Kutbuddin Vasanwala) বলেন, হিমেল সার্কিট ব্রেকার বর্তমানে বিশ্বের ৪৫টি দেশে সুনামের সাথে ব্যবসা করছে। বাংলাদেশের বাজারে আরএফএলকে সঙ্গী হিসেবে পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় হিমেল ইন্টারন্যাশনাল এর সিনিয়র ম্যানেজার (মার্কেটিং এন্ড চ্যানেল ডেভোলপমেন্ট) গ্লোরিয়া চাই (Gloria Cai), জেনারেল ম্যানেজার (আন্তর্জাতিক চ্যানেল) অনিল গুপ্ত (Anil Gupta) ও আরএফএল ইলেকট্রনিকস-এর হেড অফ মার্কেটিং সাজ্জাদুল ইসলামসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...