loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

ক্লে-কোর্টে ৪০০তম জয়ে ফাইনালে নাদাল


ক্লে-কোর্টে ৪০০তম জয়ে ফাইনালে নাদাল

চতুর্থ বাছাই বেলজিয়ামের ডেভিড গফিনকে হারিয়ে বার্সেলোনা ওপেন টেনিসের ফাইনালে উঠলেন শীর্ষ বাছাই স্পেনের রাফায়েল নাদাল। শনিবার  (২৮ এপ্রিল) অনুষ্ঠিত সেমিফাইনালে গফিনকে সরাসরি সেটেই হারিয়েছেন নাদাল।

আগের তিন ম্যাচে সহজ জয় দিয়ে সেমিফাইনালে উঠেছিলেন নাদাল। তাই শেষ চারে স্পষ্টভাবেই ফেভারিট ছিলেন ক্লে-কোর্টের রাজা নাদাল। সরাসরি সেটে জিতে ক্লে-কোর্টে টানা ৪৪তম সেট জয়ের নজির গড়েন তিনি। এছাড়া ক্লে-কোর্টে এটি ৪০০তম জয় ছিলো নাদালের।

সেমিফাইনালে গফিনকে দাড়াতেই দেননি নাদাল। ফলে ৬-৪ ও ৬-০ গেমে জিতে এগারতম শিরোপা জয়ের আরও কাছে নাদাল। গেল সপ্তাহে মন্টে কার্লো ওপেনে ১১তম শিরোপা জয় করা নাদাল বলেন, ‘আমার লক্ষ্য পূরণের পথেই আমি এগোচ্ছি। আশা করি, ফাইনাল জিতে শিরোপা নিজের করে নিতে পারবো।’

ফাইনালে নাদালের প্রতিপক্ষ অবাছাই গ্রিসের স্টিফানোস সিটসিপাস। এই প্রথম কোনও এটিপি টুর্নামেন্টের ফাইনালে উঠলেন বিশ্বেও এই ৬৩ নম্বর খেলোয়াড়। সেমিতে পঞ্চম বাছাই স্পেনের পাবলো কারিনো বুস্তাকে ৭-৫ ও ৬-৩ গেমে হারান সিটসিপাস।

Loading...