loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

  • ফিলিস্তিনের বিরুদ্ধে শেষ মুহূর্তে প্রতিরোধ ভাঙলো বাংলাদেশের

  • প্রীতিম্যাচে স্পেনকে রুখে দিলো ব্রাজিল

  • একই মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২০ জন কণ্ঠ ও শব্দ সৈনিক

১১তম বার্সেলোনা শিরোপা জয় করলেন নাদাল


১১তম বার্সেলোনা শিরোপা জয় করলেন নাদাল

গ্রীক তরুণ স্টেফানোস সিটসিপাসকে পরাজিত করে বার্সেলোনা ওপেনের শিরোপা জিতেছেন স্পেনের রাফায়েল নাদাল। রোববার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নাদাল ৬-২, ৬-১ সেটে সহজেই সিটসিপাসকে পরাজিত করে ক্যারিয়ারের ১১তম বার্সেলোনা শিরোপা জয় করেন।

নাদালের এটি ক্যারিয়ারের ৫৫তম ক্লে কোর্ট শিরোপা। এছাড়াও এই নিয়ে ক্লে কোর্টে রেকর্ড ৪৬ সেট টানা জয়ের ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি। গত সপ্তাহে ক্যারিয়ারের ১১তম মন্টে কার্লো মাস্টার্স শিরোপা জিতেছিলেন নাদাল। সেই আসরেও একটি সেটও পরাজিত হননি ক্লে কোর্টের অপ্রতিরোধ্য এই খেলোয়াড়।

এই শিরোপাগুলো জয়ের মাধ্যমে ফ্রেঞ্চ ওপেনের ১১তম শিরোপা ঘরে তোলার ক্ষেত্রেও নিজেকে ফেভারিট হিসেবেই ধরে রাখলেন নাদাল। সব মিলিয়ে এটি ছিল তাঁর ক্যারিয়ারের ৭৭তম শিরোপা। ক্লে কোর্টে রেকর্ড ৪০১টি ম্যাচ জয়ের বিপরীতে পরাজিত হয়েছেন মাত্র ৩৫টিতে।

রোববার শিরোপা হাতে নেওয়ার পরে বার্সেলোনার সেন্টার কোর্টে তাঁর জয় করা সবগুলাে শিরোপার ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। একইসাথে এই কোর্টটিকে নাদালের নামে নামকরণের ঘোষণা দেওয়া হয়েছে।

১৬ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাদাল ম্যাচ শেষে বলেছেন, ‘‘ভিডিও গুলো দেখে আমি সত্যিই আবেগতাড়িত হয়েছি। আমি কখনোই এমন একটি ক্যারিয়ারের স্বপ্ন দেখিনি। গত বছর তাঁরা ১০টি শিরোপার ভিডিও তৈরী করেছিল, এবার করেছে ১১তম। আসলেই আমি এখানকার প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞ। এই প্রতিযোগিতাটিকে আমার কাছে বিশেষ করার জন্য সকলকে ধন্যবাদ। একইসাথে আমার পরিবারকেও ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের জন্যই আজ আমি এখানে।’’

Loading...