loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

ইতালিয়ান ওপেন থেকে সেরেনার নাম প্রত্যাহার


ইতালিয়ান ওপেন থেকে সেরেনার নাম প্রত্যাহার

সাবেক এক নম্বর টেনিস তারকা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলয়ামস আগামী সপ্তাহে শুরু হওয়া ইতালিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। আয়োজকরা আজ এ-তথ্য জানিয়েছেন। ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা জ্বরের কারণে গত সপ্তাহে মাদ্রিদ ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নেন।

কন্যা সন্তান অলিম্পিয়ার জন্মের ছয় মাস পর ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন দিয়ে গত ফেব্রুয়ারিতে খেলায় ফেরেন যুক্তরাষ্ট্রের এই সুপারস্টার। তবে পুরোপুরি ফিট হতে এখনো তাঁকে কষ্ট করতে হচ্ছে বলে স্বীকার করেন তিনি।

টুর্নামেন্ট আয়োজকদের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়েছে, ‘‘আমরা অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে, রোম টুর্নামেন্টে চার বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস ১৮তম আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। অবশ্যই আমরা তাকে রোমের ক্লে কোর্টে ২০১৯ আসরে পাওয়ার আশা করছি।’’

২০১২, ২০১৩, ২০১৪ ও ২০১৬ আসরের শিরোপা জয় করেন সেরেনা।

এই রোমেই অ্যালেক্সি ওহানিয়ানের সঙ্গে তাঁর দেখা দেখা হয়েছিল, এবং এখানেই সেরেনাকে তিনি প্রস্তাব দিয়েছিলেন।

Loading...