loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

নোভাক জকোভিচের বিদায়


নোভাক জকোভিচের বিদায়

ব্রিটেনের কাইল এডমুন্ডের কাছে পরাজিত হয়ে মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন বিশ্বের সাবেক শীর্ষ টেনিস তারকা নোভাক জকোভিচ। বুধবার (৯ মে) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এডমুন্ড ৬-৩, ২-৬, ৬-৩ গেমে জকোভিচকে পরাজিত করে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। এর আগে তিনবারের মোকাবেলায় একবারও কোন সেট জিততে পারেননি এডমুন্ড। মূলত সার্বিয়ান এই তারকার কনুইয়ের অস্ত্রোপচারের পুরো সুবিধা নিয়েছেন ২৩ বছর বয়সী এডমুন্ড। মানোলো সানটানা কোর্টে জকোভিচ দ্বিতীয় সেটে দারুনভাবে ফিরে আসলেও তৃতীয় সেটের শুরুতেই তিনটি ব্রেক পয়েন্ট নিয়ে এডমুন্ড এগিয়ে যান। 

ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার এডমুন্ড শীর্ষস্থানীয় কোন খেলোয়াড়কে পরাজিত করার কৃতিত্ব দেখালেন। এক ঘন্টা ৪২ মিনিটের লড়াইয়ে দুর্দান্ত সব ফোরহ্যান্ড শটেই তিনি জকোভিচকে পরাস্ত করেছেন। শেষ ষোলতে এডমুন্ডের জন্য অপেক্ষায় আছেন বেলজিয়ামের ডেভিড গোফিন। ২০১৫ সালে ডেভিস কাপে ক্লে কোর্টে গোফিনের কাছে পরাজিত হয়ে এডমুন্ড ব্রিটেনের বিদায় নিশ্চিত করেছিলেন। 

চলতি মাসের শেষে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন টেনিসের আগে ক্লে কোর্টে আরেকটি পরাজয়ের মুখে পড়লেন জকোভিচ।

Loading...