loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

কক্ষপথের দিকে যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১


কক্ষপথের দিকে যাত্রা শুরু করেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

জাতির স্বপ্নের স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ সফল উৎক্ষেপণের পরে এখন কক্ষপথ অভিমুখে যাচ্ছে, যা বাংলাদেশ সময় শনিবার (১২ মে) দিবাপূর্ব রাতে যথাযথভাবে উৎক্ষেপণ করা হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে কক্ষপথে যাত্রার মাধ্যমে বাংলাদেশ স্পেস সোসাইটিতে প্রবেশের ঐতিহাসিক মুহূর্তের সূচনা হয়। খবর সংবাদ মাধ্যমের।

মার্কিন কোম্পানি স্পেসএক্স-এর সর্বাধুনিক রকেট ফ্যালকন নাইন স্থানীয় সময় শনিবার বেলা ৪টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ক্যানাভেরাল উৎক্ষেপণ মঞ্চ থেকে স্যাটেলাইট নিয়ে কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি)-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল এই স্যাটেলাইট উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। ফ্লোরিডার স্বচ্ছ আকাশে প্রায় সাত মিনিট স্যাটেলাইটটি দেখা যায়। সারাবিশ্বের হাজার হাজার মানুষ এই দৃশ্য অবলোকন করে, যা বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও স্পেসএক্স-এর ওয়েবসাইটে দেখানো হয়।

স্যাটেলাইটটি যখন মহাকাশে উৎক্ষেপণ করা হয়, তখন দেশজুড়ে সকল বয়সের মানুষ বিজয় চিহ্ন দেখায় এবং ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ (জাতীয় সঙ্গীত) গেয়ে ওঠে।

জাতীয় পতাকা ও লোগোসহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ে রকেটটি যখন মহাকাশের দিকে যাত্রা শুরু করে, তখন দেশব্যাপী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও ধ্বনিত হয়। বাংলাদেশকে বিশ্বের আরেকটি গৌরবময় বিশাল সাফল্যের দৃষ্টান্ত তুলে ধরায় জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ক্যাম্পাসে দুটি বড় পর্দায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর উৎক্ষেপণের ঐতিহাসিক মুহূর্ত উৎসবমুখর পরিবেশে উপভোগ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আয়োজন করে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগ খাতে জাতির গর্বিত এই মাইলফলকের ক্ষণটি উপভোগ করেন।

রাষ্ট্রপতি এক বার্তায় বলেন, ‘‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ স্যাটেলাইট ক্লাবের গর্বিত সদস্য হওয়ার মাধ্যমে আজ থেকে বাংলাদেশ ইতিহাসের গৌরবোজ্জ্বল যাত্রা শুরু করলো।’’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠানোর জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের অব্যাহত অগ্রগতির পথে এটি একটি নতুন মাইলফলক যোগ করবে।

স্যাটেলাইট উৎক্ষেপণের সময় উপস্থিত বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা প্রধানমন্ত্রীর আইসিটি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ যথাযথ ও সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ মহাকাশ যুগে প্রবেশ করেছে, যা আমাদের প্রথম নিজস্ব স্যাটেলাইট। এটি এখন মহকাশে পরিক্রমণ করছে। জয় বাংলা ! জয় বঙ্গবন্ধু !’

ফ্লোরিডায় উৎক্ষেপণ প্রত্যক্ষকারী আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘‘আমি আজকের দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে চাই, যিনি ১৯৭৪ সালে দেশের সর্বপ্রথম স্যাটেলাইট আর্থস্টেশন স্থাপনের মাধ্যমে মহাকাশ যুগে প্রবেশের কার্যক্রমের সূচনা করেন।’’

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পর দুটি গ্রাউন্ট স্টেশন গাজীপুর ও বেতবুনিয়ায় প্রাথমিক সংকেত সফলভাবে গ্রহণ করেছে বলেও তিনি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশের প্রযুক্তিকেন্দ্রিক উত্তরণের দৃষ্টান্ত।

Loading...