loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

চুয়েট প্রিমিয়ার লিগ জিতলো যন্ত্রকৌশল ‘১৫ ব্যাচ


চুয়েট প্রিমিয়ার লিগ জিতলো যন্ত্রকৌশল ‘১৫ ব্যাচ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ‘চুয়েট প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০১৮’ এর ফাইনালে শিক্ষক একাদশকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে যন্ত্রকৌশল ‘১৫ ব্যাচ শিক্ষার্থী একাদশ। মঙ্গলবার (১৫ মে) বিকালে কেন্দ্রীয় খেলার মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শিক্ষক একাদশ ৩ উইকেটে ৯৪ রান করে। জবাবে দুই ওভার হাতে রেখে ৮ উইকেটে জয় পায় যন্ত্রকৌশল ‘১৫ ব্যাচ। ম্যান অফ দি ফাইনাল হয়েছেন যন্ত্রকৌশল ‘১৫ ব্যাচ দলের তানজিম এবং ম্যান অফ দি টুর্নামেন্ট হন একই দলের আব্দুর রাজ্জাক।

প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ’১৪ দলের রাশেদ পারভেজ এবং সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ইলেক্ট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ’১৪ দলের আরাফাত রাকিন।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মোহাম্মদ তারেক হুদা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আব্দুর রশীদ, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, উপ-ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. জি. এম সাদিকুল ইসলাম প্রমুখ।

চুয়েট-এর ২০টি দল নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করে শারীরিক শিক্ষা বিভাগ ও চুয়েট স্পোর্টস ক্লাব।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...