loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

ফিরছে প্রমিথিউস?


ফিরছে প্রমিথিউস?

নতুন গান নেই, মঞ্চেও নেই তাঁরা। কিন্তু তাঁদের শ্রোতা-ভক্তরা তো আছেন। ইউটিউবে বা সিডিতে ‘প্রমিথিউস’-এর গান এখনো শোনেন গভীরভাবে ভালোবেসেই। কেউ কেউ নস্টালজিয়ায় ভাসেন। হয়তো তাঁদের মনে পড়ে যায় ব্যান্ডটির সোনালি-সময়ের কথা। নতুন ধাঁচের সব গান আর অভিনব স্টাইলের বাহারি সাজে হাজির হয়ে ব্যান্ডটির প্রধান ও ভোকাল-বেসিস্ট বিপ্লব মাতিয়ে দিতেন ভক্তদের।

কিন্তু জীবনের প্রয়োজনে হঠাৎ করেই ছড়িয়ে-ছিটিয়ে গেছেন তাঁরা। বিপ্লব পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রে। নতুন গান নিয়ে আসবাে-আসছি করেও আসা হয়নি অনেক দিন। তাহলে কী আর কখনো সামনে আসবেন না তাঁরা? এরকম প্রশ্ন যখন ঘুরেফিরে বেড়াচ্ছে চারদিকে, ঠিক তখনই ফিরবেন বলে আভাস দিলেন বিপ্লব।

সম্প্রতি নিজের ফেইসবুক ওয়ালে জানান দিলেন বিপ্লব - হারিয়ে যাননি তাঁরা। ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘‘নিন্দুকের কথায় ‘প্রমিথিউস’এর কিছু আসে যায় না. We will be back very soon.’’

১৯৮৬ সালে জন্ম হয় বাংলাদেশি এই ব্যান্ডটির। ৩০ বছরে প্রমিথিউসের ১৮টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামগুলো হচ্ছে - ‘স্বাধীনতা চাই’, ‘মুক্তির প্রত্যাশায়’, ‘প্রজন্মের সংগ্রাম’, ‘স্লোগান’, ‘যোদ্ধা’, ‘প্রমিথিউস ২০০০’, ‘স্মৃতির কপাট’, ‘অ-আ’, ‘পাঠশালা’, ‘ঢোল’, ‘টাকা’, ‘নাগরদোলা’, ‘রাজপথ’, ‘প্রমিথিউস আনবাউন্ড’, ‘প্রমিথিউস আনবাউন্ড ওয়ান’, ‘ছায়াপথ’, ‘আমাদের পথ’ ইত্যাদি।

‘প্রমিথিউস’-এর বেশির ভাগ অ্যালবামই প্রচন্ড জনপ্রিয় হয়েছিলো প্রকাশের সঙ্গে সঙ্গেই। সবগুলো অ্যালবামই ছিলো বহুরৈখিক ও যুগোপযোগী।

শুভ কামনা রইলো প্রমিথিউস-এর জন্য।

Loading...