loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা


টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে নেই তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান ও ইমরুল কায়েস। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

ফর্মের কারণে খুব একটা বিবেচনায় ছিলেন না পেস বোলার তাসকিন। সঙ্গে যোগ হয়েছে আঘাতপ্রাপ্তি। তাঁর না-থাকা নিয়ে আগে থেকেই তাই সংশয় ছিলো না। নিদাহাস কাপের দলে থাকলেও ইনিংস-সূচনাকারী ব্যাটসম্যান ইমরুল কায়েসের খেলা হয়নি একটি ম্যাচও। নিদাহাস কাপে থাকলেও এবার দলে নেই উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

নিদাহাস কাপে তামিম ইকবালের সঙ্গে সূচনা করে ভালো করা লিটন দাস ধরে রেখেছেন জায়গা। আছেন ধারাবাহিকতার খরায় ভোগা আরেক ওপেনার সৌম্য সরকার।

কাঁধে আঘাত থাকায় কিছুটা শঙ্কা ছিল স্পিনার মেহেদী হাসান মিরাজকে নিয়ে। দলের ফিজিও তাঁকে মাঠে নামার উপযুক্ত ঘোষণা করায় দলে আছেন তিনি। তাঁর উপযুক্ততা নিয়ে এখনো কিছুটা শঙ্কা থাকায় ফেরানো হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে।

ভারতের দেরাদুনে ৩, ৫ ও ৭ জুন প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ২৯ মে ভারতে যাবে সাকিব আল হাসান-বাহিনী। অবশ্য দলের সঙ্গে তামিম যোগ দেবেন পরে। ইংল্যান্ডের লর্ডসে বিশ্ব একাদশের হয়ে ৩১ মে চ্যারিটি ম্যাচ খেলবেন তামিম। লন্ডন থেকে তাঁর সরাসরি দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদ উল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ চৌধুরী, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত।

Loading...