loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ঢাকায় এসেছেন গ্যারি কারস্টেন


ঢাকায় এসেছেন গ্যারি কারস্টেন

রোববার (২০ মে) রাতে ঢাকায় এসেছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় গ্যারি কারস্টেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরামর্শক হিসেবে কাজ করতে তাঁর এই সফর বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার (২১ মে) ঢাকায় বিসিবির সঙ্গে এক সভায় বসার কথা রয়েছে কারস্টেনের। যেখানে টাইগারদের পরবর্তী হেড কোচ চূড়ান্ত করার ব্যাপারে পরামর্শ দিতে পারেন তিনি।

এর আগে ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেটের পরামর্শক হিসেবে কারস্টেনের বিসিবিতে যোগ দেওয়ার কথা ছিলো। কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইপিএল)-এ যুক্ত থাকায় ব্যাঙ্গালুরুর এই সহকারী কোচের পক্ষে তা সম্ভব হয়নি।

সব কিছু ঠিক থাকলে টাইগারদের পরামর্শক হিসেবে যোগ দেওয়ার পরে জুনে ভারতে অনুষ্ঠেয় আফগানিস্তান সিরিজে কারস্টেন দলের সঙ্গে থাকছেন।

Loading...