loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

চালু হলো এলটিইউ-ভ্যাট অ্যাপস


চালু হলো এলটিইউ-ভ্যাট অ্যাপস

বাংলাদেশে করদাতাদের জন্য মূল্য সংযোজন কর (ভ্যাট) সেবা সহজ করতে ‘এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপস’ নামে একটি মোবাইল অ্যাপস চালু করেছে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। এই অ্যাপস চালু করায় করদাতা যেকোন জায়গায় বসে দ্রুততার সঙ্গে সহজে সেবা গ্রহণ করতে পারবেন। খবর জাতীয় সংবাদ সংস্থার।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কিংবা এর অধীন কোন কমিশনারেট বা অধিদপ্তর প্রথমবারের মতো মোবাইল অ্যাপস চালু করলো। এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপলিকেশন এখন অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাচ্ছে। শীঘ্রই এটি আইফোনে চালু হবে।

এই অ্যাপসটি চালু হওয়ায় দেশের যেকোন নাগরিক বা করদাতা এলটিইউ-ভ্যাট সম্পর্কে সহজে বিস্তারিত জানতে পারবেন। ব্যস্ত সময়ে যেকোন স্থান থেকে খুব সহজেই এলটিইউ ভ্যাটের সেবা গ্রহণ করা যাবে। কর-বান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে অ্যাপসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আপাতত অ্যাপসটি অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাচ্ছে। আইফোনে এখনও অ্যাপসটি চালু করা সম্ভব হয়নি, তবে খুব শীঘ্রই চালু করা যাবে বলে বলে জানা গেছে।

মোবাইল অ্যাপসে-ভ্যাট আইন, বিধিমালা, সেবাসমূহের ব্যাখ্যা, ফর্ম ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে, যার মাধ্যমে সহজে আইন ও বিধিমালার যেকোন ধারা ও বিধি দ্রুততার সঙ্গে জানা যাবে। এই অ্যাপস ব্যবহার করে গ্রাহকগণ তাদের যেকোন ধরনের মতামত জানাতে পারবে।

জানা গেছে, এলটিইউ ভ্যাটের সকল কর্মকর্তা-কর্মচারীর ছবিসহ নাম, পদবি, মোবাইল নম্বর, ইমেইল আইডি সংরক্ষণ রয়েছে। তাই যেকোন নাগরিক বা করদাতা এলটিইউর কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে ফোন করা বা মেসেজ-ইমেলই পাঠানো কিংবা তথ্য শেয়ার করতে পারবেন। এই অ্যাপসের মাধ্যমে করদাতা রাজস্ব পরিস্থিতি ও রাজস্ব জমার কোড জানতে পারবেন।

এই অ্যাপসে বিকল্প বিরোধ নিস্পত্তি (এডিআর)-সংক্রান্ত তথ্য উন্মুক্ত করা আছে, যা যেকোন ব্যক্তির এডিআরে যোগাযোগ করার ক্ষেত্রে সহায়ক হবে।

Loading...