loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

বিশ্বভারতী’র সমাবর্তনে হাসিনা, উদ্বোধন হলাে বাংলাদেশ ভবন


বিশ্বভারতী’র সমাবর্তনে হাসিনা, উদ্বোধন হলাে বাংলাদেশ ভবন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (২৫ মে) রবীন্দ্র ভবনে রবীন্দ্র চেয়ারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুইদিনের সরকারি সফরে শেখ হাসিনা শুক্রবার সকালে কলকাতা পৌঁছান। শেখ হাসিনা শান্তি নিকেতনের রবীন্দ্র ভবনে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অভ্যর্থনা জানান। পরে শেখ হাসিনা বিশ্বভারতীর সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেন, যা প্রতি পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত হয়। খবর গণমাধ্যমের।

সমাবর্তনে সভাপতিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদি। সমাবর্তনে বক্তৃতা করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বামী আত্মপরিয়ানানন্দ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সবুজ কলী সেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ-সময় উপস্থিত ছিলেন। সমাবর্তন মঞ্চ ‘আম্রকুঞ্জ’-তে পৌঁছানোর পর সমবেত অতিথিরা সমাবর্তনের বিশেষ পোষাক পরেন এবং শিক্ষার্থীরা তাঁদের স্বাগত জানান।

প্রকৃতি, আধ্যাত্মিকতা ও মানবিক মূল্যবোধ সমন্বিত-শিক্ষা প্রদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

এদিকে, শুক্রবার বিকেলে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবাসস্থল বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন হাসিনা। কলকাতার উত্তরে রবীন্দ্র সরণির সিংহী বাগানে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত বাড়িটির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তিনি। এই বাড়িতেই ১৮৬১ সালের ৭ মে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ শিশুকাল থেকে জীবনের অধিকাংশ সময় এখানেই কাটান, এবং এখানেই ১৯৪১ সালের ৭ অগাস্ট তিনি মৃত্যুবরণ করেন। প্রধানমন্ত্রী ঠাকুরবাড়ি’র  পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেছেন।

এছাড়া,  শেখ হাসিনা শুক্রবার শান্তি নিকেতনে বাংলাদেশ ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বৈঠকের আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট ও আন্তর্জাতিক বিষয় স্থান পায়।

এর আগে দুই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ১৮০ কিলোমিটার উত্তরে শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন করেন।

Loading...