loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ১ জুন থেকে


ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ১ জুন থেকে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট পাওয়া যাবে আগামী ১ জুন থেকে। প্রতিদিন সকাল ৮টায় টিকেট বিক্রি শুরু হবে।ফিরতি টিকেট পাওয়া যাবে ১০ জুন থেকে। বৃহস্পতিবার (২৪ মে) রেল মন্ত্রী এম মুজিবুল হক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এর আগে বাংলাদেশ রেলওয়ে ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিলো।

অগ্রিম টিকেট বিক্রির ক্ষেত্রে প্রথম দিন (১ জুন) পাওয়া যাবে ১০ জুনের টিকেট। ২ জুন বিক্রি হবে ১১ জুনের টিকেট। ৩ জুন বিক্রি হবে ১২ জুনের টিকেট। ৪ জুন বিক্রি হবে ১৩ জুনের টিকেট, ৫ জুন পাওয়া যাবে ১৪ জুনের টিকেট, এবং ৬ জুন বিক্রি হবে ১৫ জুনের টিকেট।

ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ১০ জুন। সেদিন বিক্রি হবে ১৯ জুনের টিকেট। এরপর ১১, ১২, ১৩ ও ১৪ জুন পাওয়া যাবে যথাক্রমে ২০, ২১, ২২ ও ২৩ জুনের টিকেট।

একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। ঢাকার কমলাপুর ও চট্টগ্রামে অগ্রিম টিকিট বিক্রি হবে। কমলাপুরের ২৩টি কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি হবে। এখানে নারীদের জন্য আলাদা কাউন্টার থাকবে।

Loading...