loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

পাঠাওয়ের সঙ্গে যুক্ত হলো তমা ট্যাক্সি


পাঠাওয়ের সঙ্গে যুক্ত হলো তমা ট্যাক্সি

বাংলাদেশের জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তমা ট্যক্সি। এই চুক্তির ফলে একটি প্লাটফর্মে গাড়ির সেবা প্রদান আরো বৃদ্ধি পাবে। পাঠাও-এর ভাইস-প্রেসিডেন্ট কিশোয়ার হাসিমি ও তমা ট্যাক্সির হেড অফ অপারেশন সিফাত মোহাম্মদ জুনায়েদ সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

পাঠাও-এর পরিচালক (কাস্টমার এক্সপেরিয়েন্স) আলউইন রাজিভ, সিনিয়র ম্যানেজার (ইমপ্যাক্ট ফাইনান্সিং) রুজান সারওয়ার, জুনিয়র ভিপি (প্রডাক্ট) আহমেদ ফাহাদ, ম্যানেজার (ডাইরেক্ট অ্যাকুজিসন) আহমেদ আসিফ এবং ম্যানেজার (অপারেশনস) মাহফুজুল আমিন শেখসহ উর্ধ্বতন কমকর্তাবৃন্দ এ-সময় উপস্থিত ছিলেন।

গ্রাহকরা যেন তাদের গাড়ি বাছাইয়ের ক্ষেত্রে পছন্দ অনেক বেশি পেতে পারেন সে-লক্ষ্যে এই চুক্তির আওতায় পাঠাও-এর বহরে ২০০ এর বেশি ট্যাক্সি যুক্ত হলো। পাঠাও অ্যাপের মাধ্যমে পাঠাও গাড়ির ব্যানারে তমার সব ট্যাক্সি এখন রাইড শেয়ার করবে। বাংলাদেশে প্রথমবারের মতো এককভাবে আরামদায়ক, নিরাপদ ও আস্থাশীল ট্যাক্সি সেবা দিয়ে আসছে তমা ট্যাক্সি। বর্তমানে তমার বহরে ২৫০ টি ট্যাক্সি রয়েছে। 

ফার্স্ট বুকিং, জিপিএস ট্র্যাকিং ও ফ্রি ওয়াইফাইযুক্ত এই প্রিমিয়াম ট্যাক্সি সার্ভিস ২০১৪ সাল থেকে তাদের সেবা পরিচালনা করে আসছে এবং মূলত ঢাকাতেই সেবা দিচ্ছে।

পাঠাও বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রযুক্তি-ভিত্তিক স্টার্ট আপ। দেশের কাঠামোগত বিভিন্ন সমস্যা চিন্তা করে তারা গড়ে তুলছে বাস্তবমুখী সমাধান। সর্ববৃহৎ ই-কমার্স ডেলিভারি কোম্পানি এবং অন্যতম জনপ্রিয় রাইড-শেয়ারিং পরিবহনসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পর তারা এখন চালু করেছে খাবার ডেলিভারি সেবা, আর এই সকল সেবা এখন পাওয়া যাচেছ একই প্ল্যাটফর্মে।

- সংবাদ বিজ্ঞপ্তি

Loading...