loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ফ্রেঞ্চ ওপেন: ভেনাসের বিদায় প্রথম রাউন্ডেই


ফ্রেঞ্চ ওপেন: ভেনাসের বিদায় প্রথম রাউন্ডেই

চিনের ওয়াং কিয়াংয়ের কাছে পরাজিত হয়ে ফরাসী ওপেন টেনিসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সাবেক এক নম্বর খেলোয়াড় ভেনাস উইলিয়ামস। ৩৭ বছর বয়সী নবম বাছাই ভেনাস কার্যত ওয়াংয়ের সামনে দাঁড়াতেই পারেননি। রোববার (২৭ মে) ৬-৪, ৭-৫ গেমে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে ভেনাসকে।

গত বছর রোলা গ্যাঁরোতে ভেনাসের কাছে প্রথম রাউন্ডে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন ওয়াং। ঠিক এক বছর পরে অনেকটা প্রতিশোধই নিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৯১তম স্থানে থাকা এই নারী।

সাতবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ভেনাস এই নিয়ে দুটি মেজর টেনিসে আগেভাগেই বিদায় নিলেন। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনের ফাইনালে খেলেছিলেন এই মার্কিন তারকা। অন্যদিকে ওয়াং কিয়াং কখনই কোন স্ল্যামের তৃতীয় রাউন্ডে উঠতে পারেননি। ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার পেট্রা মারটিচ।

এককের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে ভেনাস এখন প্রতিযোগিতার দ্বৈত পর্বে মনোনিবেশ করবেন। সেখানে তিনি ছোট বোন সেরেনা উইলিয়ামসের সাথে জুটি বেঁধে কোর্টে নামবেন।

উল্লেখ্য, গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের পরে কন্যাসন্তানের জন্মের কারণে আর কোন গ্র্যান্ড স্ল্যামে অংশ নিতে পারেননি সেরেনা।

Loading...