loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি’র নির্বাচন ৩০ জুলাই


রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি’র নির্বাচন ৩০ জুলাই

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আগামী ৩০ জুলাই ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কেএম নূরুল হুদা। মঙ্গলবার (২৯ মে) ঢাকার আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ-তথ্য জানান তিনি। এ- সময় চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব উপস্থিত ছিলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

 সিইসি জানান, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৮ জুন। যাচাই-বাছাই হবে ১ ও ২ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

এর আগে সিইসির নেতৃত্বে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে ভোটের তারিখ নির্ধারণ-বিষয়ে বৈঠক হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে ২০১৩ সালের ১৫ জুন নির্বাচন হয়। তবে এই তিন সিটি’র প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আলাদা তারিখে। সেই হিসাবে আগামী ৫ অক্টোবর রাজশাহী, ৮ অক্টোবর সিলেট ও ২৩ অক্টোবর বরিশাল সিটির মেয়াদ শেষ হচ্ছে।

মেয়াদপূর্তির আগে ছয় মাসের মধ্যে এসব সিটিতে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

Loading...