loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

রাজধানীতে নারীদের জন্য চালু হলাে ‘দোলনচাঁপা’


রাজধানীতে নারীদের জন্য চালু হলাে ‘দোলনচাঁপা’

রাজধানীতে নারীদের জন্য ৩৬ আসন বিশিষ্ট নিরাপদ ও আরামদায়ক বাস সার্ভিস দোলনচাপা’র উদ্বোধন করা হয়েছে। ভারতীয় ভলভো আইশার ভেহিকেল লিমিটেডের সহযোগিতায় শুধুমাত্র নারী ও শিশুদের জন্য বিশেষায়িত এই  বাস-সেবার ব্যবস্থাপনায় থাকবে র‌্যাংগস গ্রুপ।

নারীদের জন্য রাজধানীতে চালু করা হয়েছে ৩৬ অাসনবিশিষ্ট বাস সার্ভিস ‘দোলনচাঁপা’। প্রতীকীভাবে আপাতত দুইটি বাস চালু করা হয়েছে। অাগামী দুই মাসের মধ্যে অারও আটটি বাস চালু করা হবে বলে জানা গেছে।

শনিবার (২ জুন) ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই বাস-সেবা উদ্বোধন করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এই বাসে  প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও অারামদায়ক ব্যবস্থা রয়েছে। বাসগুলো মিরপুর থেকে অাজিমপুর, মিরপুর-১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে।

‘দোলনচাঁপা’য় মিরপুর-১২ থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

Loading...