loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু


রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকায় রেলের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার (১ জুন) শুরু হয়েছে। ঢাকায় সকাল ৮টার পর পরই এই টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে ৩১ টি আন্তঃনগর ট্রেনের ১০ জুনের যাত্রার টিকিট বিক্রি হচ্ছে। অগ্রিম টিকিট দেয়া হচ্ছে মোট ২৬টি কাউন্টার থেকে, যার মধ্যে দুটি নারীদের জন্য। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারছেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জানা গেছে, টিকিট কালোবাজারী রোধ করার জন্য স্টেশন জুড়ে ৫৭টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, নিয়ম অনুযায়ী স্টেশনের নির্ধারিত কাউন্টার থেকে একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারছেন। ঢাকা স্টেশনে ২৬টি কাউন্টার খোলা হয়েছে। 

১ জুন বিক্রি করা হয়েছে ১০ জুনের টিকিট। অগ্রিম টিকিট বিক্রি ৬ জুন পর্যন্ত চলবে। ফিরতি টিকিট ১০ জুন থেকে শুরু হয়ে ১৫ জুন পর্যন্ত চলবে।

অগ্রিম টিকিট ১ জুন দেয়া হয়েছে ১০ জুনের টিকেট। ২ জুন দেয়া হবে ১১ জুনের টিকিট, ৩ জুন দেয়া হবে ১২ জুনের টিকিট, ৪ জুন দেয়া হবে ১৩ জুনের টিকিট, ৫ জুন দেয়া হবে ১৪ জুনের টিকিট এবং ৬ জুন দেয়া হবে ১৫ জুনের টিকিট।

ঈদ ফেরত যাত্রীদের ভ্রমণের জন্য অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে দেয়া হবে বলে জানা গেছে। ফিরতি টিকিট ১০ জুন দেয়া হবে ১৯ জুনের টিকিট, ১১ জুন দেয়া হবে ২০ জুনের টিকিট, ১২ জুন দেয়া হবে ২১ জুনের টিকিট, ১৩ জুন দেয়া হবে ২২ জুনের টিকিট, ১৪ জুন দেয়া হবে ২৩ জুনের টিকিট এবং ১৫ জুন দেয়া হবে ২৪ জুনের ফিরতি টিকিট।’

ঈদ উপলক্ষে কমলাপুর ছাড়াও ঢাকার বিমানবন্দর এবং চট্টগ্রাম, সিলেট, খুলনা, ঈশ্বরদী, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাটসহ বড় স্টেশনগুলো থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি হবে।

রেলওয়ে সূত্র জানায়, এবার ঈদ উপলক্ষে ৯ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ঢাকা স্টেশনে ২৬টি কাউন্টার খোলা রাখা হবে।

Loading...